বুলবুল টুম্পার বিশাল ধামাকা!

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের ফ্যাশনজগতের অন্যতম আইকনিক ফ্যাশন কোরিওগ্রাফার, মডেল এবং ট্রেইনার বুলবুল টুম্পা। ২০২৩ সাল কেটেছে তার বিশাল ধামাকায়। অ্যাওয়ার্ড অর্জন, শো পরিচালনাসহ রিয়েলিটি শো’র ট্রেইনার হিসেবেও তিনি ছিলেন। ২০২৩ সালে পেয়েছেন স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড। তার হাতে পুরস্কার তুলে দেন প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এছাড়া টুম্পা কাজের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিএএলডিআরসি লিঙ্গুইস্টিকস ইউনিট আয়োজিত ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্ট অ্যাওয়ার্ড-২০২৩’ পুরস্কারে ভূষিত হয়েছেন। টুম্পা পুরস্কার ছাড়াও বছরের শেষে তিনটি স্পেশ্যাল ফ্যাশন শো পরিচালনা করেছেন। একটি ছিল ‘ঢাকা মিউজিক অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা’, অন্যটি স্পেশ্যাল চাইল্ডদের নিয়ে ‘আরটিভি অদম্য সম্মাননা ২০২৩’ ও শেষটি করেছেন আজরা মাহমুদের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশনের আয়োজনে, এমনকি মিস এভারগ্রিন বাংলাদেশ রিয়েলিটি শো-২০২৩ এর ফ্যাশন কোরিওগ্রাফিও সফলভাবে সম্পন্ন করেছেন এবং এ রিয়েলিটি শো’র ট্রেইনার হিসেবেও তিনি ছিলেন। বুলবুল টুম্পা জানান, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ফ্যাশন জগতে সততার সঙ্গে কাজ করে যাচ্ছি আপন মহিমায়। আগামী দিনগুলোতেও মানসম্মত কাজ করে যেতে চাই। রাজধানীতে তিনি একটি গ্রুমিং স্কুল পরিচালনা করছেন।