ইউটিউবে আত্মপ্রকাশ করল ‘কারার ঐ লৌহ কপাট’

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ইউটিউব পিএনএস অনলাইনে যুক্ত হলো কবি কাজী নজরুল ইসলামের অমর গান ‘কারার ঐ লৌহ কপাট’। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গত রোববার প্রসঙ্গ নজরুল সঙ্গীত-প্রনসের নিজস্ব ইউটিউব চ্যানেল পিএনএস অনলাইন এ গানটি অবমুক্ত হয়। শুদ্ধ বাণী ও সুরে শহীদ-মানিক জুটির সঙ্গীতায়োজনে এবং প্রনস সভাপতি করিম হাসান খানের তত্ত্বাবধানে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী পারভীন সুলতানা, মইদুল ইসলাম, বিধু চৌধুরী, বিজন মিস্ত্রী, আফরোজা খান মিতা, নাসিমা শাহীন, সুমন মোহাম্মদ হাফিজ, নাহীদ মোমেন, রেহানা রহমান, মানিক রহমান, শহীদ মাহমুদ, উত্তম কুমার রায় এবং শিল্পী করিম হাসান খান। সাম্প্রতিক এ আর রেহমানের সুর বিতর্কের পর বিভিন্ন নজরুল সংগঠন গানটির শুদ্ধ বাণী ও সুর বিভিন্ন প্লাটফর্ম থেকে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রনস পরিবার নিজস্ব উদ্যোগে গানটি রেকর্ড করল।