অভিনয় করতে এসেই ঝগড়া শিখেছি : সাফা কবির

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সাফা কবিরের। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দায় এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি সাফা অভিনীত ‘আফসোস’ নাটক মুক্তি পেয়েছে। এতে ঝগড়া করতে দেখা গেছে তাকে। ঝগড়াটে সাফাকে বেশ পছন্দ হয়েছে দর্শকের। সামাজিকমাধ্যমে তারা উল্লেখ করেছেন বিষয়টি। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে সাফা জানান, এর আগে ঝগড়া পারতেন না। অভিনয় করতে এসে শিখেছেন। তিনি বলেন, ‘ঝগড়া কী, এটা আমার জানাই ছিল না।

বন্ধুদের মধ্যেও কখনো কথা-কাটাকাটি হওয়া বা জোরে শব্দ করে কথা বলতাম না। প্রথম আমি শুটিংয়ে গিয়ে দৃশ্যের প্রয়োজনে ঝগড়া শিখি। অনেক সময় এত জোরে কথা বলতাম যে নিজেই ভয় পেয়ে যেতাম। রাগের সিনগুলোয় এভাবেই কথা বলতে হতো। অভিনয় করতে এসেই ঝগড়া শিখেছি।’ নাটকটি নিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘নাটকটির গল্প দেখে ভক্তরা খুবই প্রশংসা করছেন। এখন তো এমন গল্পের নাটক কম হয়। যেখানে গল্পের সঙ্গে ভক্তরা নিজেদের কানেক্ট করতে পারেন। একদমই যেন মোনালিসা চরিত্রে মিশে গেছি, এমন নাটকের জন্য অনেকে অপেক্ষা করছিলেন। সেটাই বলছেন অনেক ভক্ত। নতুন বছরের শুরুটা নিয়ে আমি দারুণ খুশি। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে গল্প বাস্তব মনে হওয়ার অন্যতম কারণ এটি পরিচালক সেরনিয়াবাত শাওন ভাইয়ের ক্যাম্পাসে দেখা অনেক গল্পের সমন্বয়ে চিত্রনাট্য তৈরি করা।’