ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

একসঙ্গে প্লেব্যাকে শুভ্রদেব ও তামান্না

একসঙ্গে প্লেব্যাকে শুভ্রদেব ও তামান্না

দেশীয় সঙ্গীতাঙ্গনের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা তামান্না হক। একাধারে স্টেজ শো, চলচ্চিত্রের প্লেব্যাক, টেলিভিশন শো- সব মাধ্যমেই কণ্ঠের জাদুতে মুগ্ধ করছেন সুন্দরী-সুরেলা এই গায়িকা। দেশ-বিদেশের মঞ্চ মাতানো গায়িকা তামান্না গেল বছরটা শেষ করছেন ভারতের আসাম রাজ্যে স্টেজ শো’র মাধ্যমে। আসামের করিমগঞ্জে বিদ্যানগর উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ ডিসেম্বর সঙ্গীত পরিবেশন করেন। এর আগে তিনি গেল ১৩ ডিসেম্বর মধ্যাপ্রাচ্যের দুবাইতে যান অ্যাওয়ার্ড গ্রহণ এবং সঙ্গীত পরিবেশন করতে। নতুন বছরের শুরুতেই তামান্না দেশীয় চলচ্চিত্রের একটি প্লেব্যাক গানে কণ্ঠ দিয়েছেন। তামান্না জানান, এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন ‘কিশোরী’ নামের একটি ছবিতে তিনি কণ্ঠ দিয়েছেন। চোখ মেলে দেখো- শীর্ষক এই গানটি লিখেছেন রাসেল কবীর। সুর করেছেন ফারদিন আহমেদ। সঙ্গীত পরিচালনায় এইচআর লিটন। এই গানে তামান্নার সঙ্গে ডুয়েট কণ্ঠ দিয়েছেন শুভ্রদেব। এই গানটি নিয়ে তামান্না দারুণ আশাবাদী। তিনি বলেন, অসাধারণ একটি গান এটি। সুন্দর কথা ও সুরের এই গানে আমি এবং শুভ্রদা চমৎকারভাবে যৌথ কণ্ঠে গেয়েছি। গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

তামান্না সাম্প্রতিক কাজ সম্পর্কে জানাতে গিয়ে বলেন, গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাত কর্তৃক আয়োজিত বইমেলায় বাংলাদেশের আমন্ত্রিত জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে আমি সম্মানিত হই। ১৫ ১৬ ও ১৭ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রবাসে তাকে সম্মানিত করায় দুবাইতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর জেনারেল বিএম জামাল হোসাইনকে ধন্যবাদ জানিয়েছেন তামান্না। দুবাই ছাড়াও তামান্না বিদেশের মাটিতে পুরস্কৃত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইতালি, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশে। দেশের মাটিতেও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন মঞ্চ মাতানো এই গায়িকা। দেশে পাওয়া তামান্নার উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড হলো বারী সিদ্দিকী পরিষদ স্টার অ্যাওয়ার্ড, জাগ্রত স্টার অ্যাওয়ার্ড, সুপারস্টার ডিএ তায়েব ফ্যান ক্লাব স্টার অ্যাওয়ার্ড, এডি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড, আলোকিত জয়িতা ফাউন্ডেশন স্টার অ্যাওয়ার্ড, মেজাফ স্টার অ্যাওয়ার্ড, অগ্রণী বার্তা গোল্ডেন স্টার অ্যাওয়ার্ড, দিয়া মনি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড, কলের গান স্টার অ্যাওয়ার্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত