বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চান

আফজাল সুজন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

তরুণ প্রজন্মের ব্যস্ত অভিনেতা আফজাল সুজন। বর্তমানে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন নাটকে। ২০১৮ সালে তার ক্যারিয়ারের শুরুটা হয় ঈগল মিউজিক ব্যানার থেকে কচি আহমেদের হাত ধরে। ঈগল মিউজিকের ৩ নম্বর মিউজিক ভিডিও ‘পরী টারে চাই’- এই মিউজিক ভিডিওতে কাজ করার পর পুরোপুরি ব্রেকটা পাই এই গানের মাধ্যমে। এরপর ২০১৯ সালে ঈগল মিউজিক ব্যানার থেকে, ঈগল প্রিমিয়ার স্টেশন থেকে আমার প্রথম নাটক রিলিজ হয়, ফ্রেন্ডস লাভ, ভিতুর ডিম। এরপর একটু একটু করে এগিয়ে চলছেন এই অভিনেতা। এরই মধ্যে তার অভিনীত নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। তার সবচেয়ে বেশি আলোচিত কাজ হলো- রাখাল, মেমসাহেব, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বয়রা জামাই, কিপটা জামাই, ঘোড়া বউ, টিচার যখন গার্লফ্রেন্ড, বেহায়া বউ ও ভালো ছেলে।

২০২৩ সালে দেখা গেছে সব থেকে আলোচিত কাজ গরিবের মেয়ে, যেটি চার দিনে ১ মিলিয়ন ভিউ হয়েছিল।

এছাড়া তার ২০২৪ সালের শুরুটা খুব সুন্দর হয়েছে। একদিনে ১ মিলিয়ন হয়েছে ‘ভালো ছেলে’ নামের একটি নাটক, যেটি এখন পর্যন্ত আলোচনায় আছে। আফজাল সুজন বলেন, এই অর্জন আমার দর্শকদের। তারা ভালোবেসে নাটকগুলো দেখেছেন বলেই সম্ভব হয়েছে। এছাড়া যাদের সঙ্গে কাজ করেছি, প্রতিটি টিম আমার এ সফলতার ভাগিদার। আমার সহকর্মী ও পরিচালকদের প্রতিও কৃতজ্ঞতা। তিনি আরো বলেন, কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে আর রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেটি ধরে রাখতে চাই। বৈচিত্র্য আছে- এমন গল্পে কাজ করতে চাই।