ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘সারগিট’ আবিষ্কারক নাসির উদ্দিন

‘সারগিট’ আবিষ্কারক নাসির উদ্দিন

ঝিনাইদহের সন্তান নাসির উদ্দিন পেশায় একজন গিটারিস্ট। নাসির উদ্দিন ২০০৩ সালে ঢাকার মিউজিক কলেজ থেকে ‘ব্যাচেলর অব মিউজিক’ কোর্স সম্পন্ন করে একজন সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন। বিটিভির ও বেতারের তালিকাভুক্ত শিল্পী হওয়ার পরও গান গাওয়ার প্রতি তার আগ্রহ কমে যায়। ২০০৪ সালে তিনি বাংলাদেশ বেতারের যন্ত্রশিল্পী হিসেবে চাকুরী শুরু করেন। একটি টিভি শোতে গিটার বাজাতে গিয়ে একটা ভাবনা থেকে গিটার, সরদ ও সেতারের সমন্বয় করে দীর্ঘদিনের প্রচেষ্টায় নাসির একটি যন্ত্র আবিষ্কার করেন। যার নামকরণ তিনি করেছেন ‘সারগিট’।

স্বর্গীয় সুবীরনন্দী, রফিকুল আলমসহ আরো বহু গুণী শিল্পী তার এই সারগিটের প্রশংসা করেছেন। এখন পর্যন্ত সময়ের ধারাবাহিকতায় তিনি এই যন্ত্রেরই তিন-চারটি ভার্সন শেষ করে এখন একটি পরিপূর্ণ রূপদান প্রায় শেষ করেছেন। ‘সারগিট’ প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ‘দীর্ঘ ৮ মাস আমি ঘরে বসে সারগিট আবিষ্কার করে বাজানোটা আয়ত্ত করলাম এবং বিভিন্ন অনুষ্ঠানে বাজাতে শুরু করি। সবাই আমাকে উৎসাহ দিতে লাগল। সরদ এবং গিটার থেকে নামকরণ করা হয়েছে সারগিট নামক এই বাদ্যযন্ত্রটি। কারণ এতে গিটারের যে ৬টি তার সেটির কোনো পরিবর্তন করা হয়নি। এর সাথে সরদের তরফের তার ১২টি, জোয়ারির তার তিনটি এবং চিকারির তার দুটি ব্যবহার করা হয়েছে এবং এই তারগুলো সংযোজন করতে কিছু অংশ বিশেষ ব্যবহার করা হয়েছে যা নতুন করে তৈরি করতে হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত