ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইশারা ভাষার নাটকেও প্রশংসিত তমা

ইশারা ভাষার নাটকেও প্রশংসিত তমা

অভিনয় জীবনের চলার পথে শিল্পীদের নানা ধরনের চরিত্রে অভিনয় করার স্বপ্ন থাকে। কেউ বা সেই স্বপ্নের চরিত্রে কাজ করার সুযোগ পান আবার কেউ বা অপেক্ষায় থেকে থেকে জীবনটাই পার করে দেন। তবে অভিনয় জীবনের শুরুতেই এই প্রজন্মের অভিনেত্রী নিশাত তাসনিম তমার জীবনে এমন সুযোগ আসবে তা হয়তো তিনি কখনো কল্পনাও করতে পারেননি। গেলো ২০ জানুয়ারি বিটিভিতে রাজীব মণি দাসের রচনায় ও কাজী সাইফ আহমেদের পরিচালনায় নির্মিত খণ্ড নাটক ‘মৌনতার মন ভাঙ্গে না’ নাটকটিতে মৌনতা চরিত্রে অভিনয় করেছেন নিশাত তাসনিম তমা। এটি একটি ইশারা ভাষার নাটক। এতে তারসঙ্গে আরো অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নিথর মাহবুবসহ আরো অনেকে। তবে নাটকে মৌনতা চরিত্রে তমার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছেন। নাটকটি প্রচারের পর বিশেষত তমার অভিনয় নিয়ে সামাজকি যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা করেছেন অনেক দর্শক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত