দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় যে কজন পপ গায়িকা আছেন তাদের মধ্যে অন্যতম মেহরীন মাহমুদ। ভিন্ন ধরনের গায়কী দিয়ে শ্রোতাদের খুব কাছে চলে গেছেন। কণ্ঠের ভিন্নতার মতোই অন্যদের থেকে ভিন্ন তিনি। যুক্ত আছেন সমাজের কল্যাণমূলক কাজের সঙ্গে। এবার মেহরীনের সভাপতিত্বে হয়ে গেল ইউথফুল রুটস: প্লান্টিং হারমোনি ফর টুমরো নামের একটি ইভেন্ট উইমেনস ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপিবিডি) গত ২৪ জানুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এর সহযোগিতায় ইউথফুল রুটস: প্লান্টিং হারমোনি ফর টুমরো নামক ইভেন্ট আয়জন করে। গতিশীল যুবশক্তিকে সম্পৃক্ত করে সবুজ ও নিরাপদ পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষ রোপণ কর্মসূচি এবং পরবর্তীকালে পরিচর্যার মাধ্যমে বাংলাদেশে সবুজ অর্থনীতি, সবুজ বাস্তুতন্ত্র, সবুজ মন নিশ্চিত করার জন্য সবুজ দক্ষতার গুরুত্ব প্রভাবিত করা ছিল এ ইভেন্টের উদ্দেশ্য।