নতুন বছরে নতুন তিনটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন দুটো প্রতিষ্ঠানের ব্র্যা- অ্যাম্বাসেডর হিসেবে। বিদ্যা সিনহা মিম ‘অরিক্স’ ও ‘হারলিন’র ব্র্যা- অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেছেন। এই দুটি প্রতিষ্ঠানেরই ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু ও লিপস্টিকের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন মিম। তিনটি বিজ্ঞাপনই নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। এরইমধ্যে বিজ্ঞাপনগুলোর কাজ দেশে এবং দেশের বাইরে সম্পন্ন হয়েছে। বিদ্যা সিনহা মিম বলেন, ‘ দুটো বিজ্ঞাপনের কাজ দুবাইতে করে এসেছি। আরেকটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম গেলো বুধবার। তিনটি বিজ্ঞাপনই এক কথায় দারুণ হয়েছে। ইফতেখার ভাই ভীষণ যত্ন নিয়ে বিজ্ঞাপন তিনটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আর আমাকে যতোটা শৈল্পিকরূপে, আকর্ষণীয়রূপে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটা ইফতেখার ভাইয়ের ছিলো। আমি তার নির্দেশনায় কাজ করে খুব সন্তুষ্ট। আশা করছি বিজ্ঞাপনগুলো প্রচারে এলে দর্শকের ভীষণ ভালোলাগবে।’ এদিকে নতুন কোনো সিনেমা বা ওয়েব ফিল্মে কাজ করছেন কী না এমন প্রশ্নের জবাবে মিম বলেন, ‘ প্রতিনিয়তই তো আসলে নতুন নতুন কাজের প্রস্তাব আসে। কিন্তু গল্প, চরিত্র এবং আনুষঙ্গিক সবমিলিয়ে ব্যাটে বলে হয় না বিধায় কাজ করা হচ্ছে না। তবে শিগগিরই নতুন আরো একটি প্রতিষ্ঠানের ব্র্যা- অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে যাচ্ছি। আশা করছি দু-তিন দিনের মধ্যেই বিস্তারিত জানাতে পারবো।’ মিম জানান কয়েকদিনের মধ্যেই তিনি ব্যাংকক যাচ্ছেন। সেখানে মূলত নিজের মতো করে একটু ঘুরে বেড়ানো, কনসার্ট উপভোগ করা এবং পেশাগত কাজ করা নিয়েও ব্যস্ত থাকবেন তিনি। কাজ শেষ সেখান থেকে আগামী ৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। বিদ্যা সিনহা মিম ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অনবদ্য অভিনয় করে আলোচনায় আসেন নতুন করে। পরবর্তীতে তার অভিনীত ‘দামাল’ সিনেমাটিও মুক্তি পায়। এই দুই সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। বিশেষত ‘পরাণ’ এ তার অভিনয় তাকে একজন সু-অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। তবে এই সিনেমায় অভিনয়ের জন্য অনেকেই আশা করেছিলেন যে, ২০২২ সালে সেরা অভিনেত্রী হিসেবে হয়তো তিনিই পেতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।