ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রুনা লায়লা’ই প্রিয় শিল্পী

তৃপ্তির স্বপ্ন আকাশ ছোঁয়ার

তৃপ্তির স্বপ্ন আকাশ ছোঁয়ার

কার না প্রিয়শিল্পী তিনি। তিনি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। রুনা লায়লার পরবর্তী প্রজন্মে যত শিল্পী এসেছেন গানের ভুবনে তাদের প্রায় সবারই প্রিয় শিল্পী রুনা লায়লা। শুধু তাই নয়, মঞ্চে তারই গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন শিল্পীরা। সেই ধারাবাহিকতায় মাগুরা’র নতুন বাজারের প্রদীপ বিশ্বাস ও আলো রানী বিশ্বাস দম্পতির মেয়ে তৃপ্তি বিশ্বাসেরও ভীষণ প্রিয়শিল্পী রুনা লায়লা। তাই মঞ্চে গাওয়া তার সবচেয়ে প্রিয় গান ‘ও লাল মেরী’ গানটি অর্থাৎ ‘দামাদাম মাসকালান্দার’ গানটি। ছোট্টবেলায় স্বর্গীয় শতদল বড়ুয়ার কাছে তৃপ্তি গানে তালিম নিয়েছেন ঠিক তার ১২ বছর বয়স পর্যন্ত। এরপর বাবার তবলা শিল্পী প্রদীপ বিশ্বাসের কাছেও গানে তালিম নিয়েছেন। মাগুরা গার্লস স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তিনি প্রথম মঞ্চে গান করেন।

২০১৯ সালে তার প্রথম মৌলিক গান ‘তুই বিহনে’ প্রকাশ পায়। গানটি লিখেছেন এমদাদ সুমন, সুর করেছেন মাসুম এবং সংগীতায়োজন করেছেন জনি। গানটি সিডি চয়েজ-এ প্রকাশ পাবার পর বেশ প্রশংসিত হন তৃপ্তি। এরপর তার কণ্ঠে আরো প্রকাশিত হয় ‘দিল আওয়ারা’, ‘ পড়েছে চোখ’, ‘ আদরে আদরে’, ‘ জ্বালা দিয়া গেলি বুকে মালা দিলিনা’। ঢাকায় এসে এক সময় বাংলা কলেজে ভর্তিও হয়েছিলেন তৃপ্তি। কিন্তু গানের প্রতি বেশি ঝুকে যাওয়ায় পড়াশুনায় আর খুউব বেশি দূর যেতে পারেননি তিনি। তৃপ্তির বাবা মাগুরাতেই থাকেন। তাই বাবার সঙ্গে হারমোনিয়াম নিয়ে বসারও সময় হয়ে উঠেনা তার। তবে গানের প্রতি তার ভালোবাসা দিন রাতের প্রতিটি প্রহর। তৃপ্তি বিশ্বাস বলেন, ‘সত্যি বলতে কী ছোটবেলা থেকেই ধ্যান-জ্ঞান আমার গানকে ঘিরেই। গানকে ঘিরেই আমার যতো স্বপ্ন, সাধনা। আমার পরম শ্রদ্ধার এবং প্রিয় শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম। তার গানই মঞ্চে গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি বেশি। ঈশ্বর তাকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন- এই কামনাই করি। আর আমার খুব বেশি মৌলিক গান নেই। তবে যে ক’টি আছে সে ক’টি গানই শ্রোতাদের কাছে ভালোলাগার। একজন পরিপূর্ণ শিল্পী হতে চাই আমি। স্বপ্নতো আসলে গানের ভুবনের আকাশছোঁয়ার। জানি না, তা কতটুকু পারব। তবে, গানের প্রতি আমার অধ্যবসায় আছে। কিছু ভালো গানতো করতেই চাই। বাকিটা ঈশ্বর জানেন। তবে আমার বাবা মায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে, তারা আমায় সবসময় অনুপ্রেরণা দেন।’। মঞ্চে তৃপ্তির ভীষণ ভালোলাগে ‘ও লাল মেরি’, ‘ কী লিখি তোমায়’, ‘ এই মন তোমাকে দিলাম’, ‘ তুমি মোর জীবনের ভাবনা’, ‘ ভালোবাসা ছাড়া আর আছে কী’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’ গানগুলো গাইতে। ১৯৯১ সালের ৬ আগস্ট জন্ম নেয়া তৃপ্তির গানের ভুবন ঘিরে স্বপ্নগুলো পূরণ হোক- এটাই প্রত্যাশা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত