ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নেক্সাস টিভির অনুষ্ঠান ‘বই’

নেক্সাস টিভির অনুষ্ঠান ‘বই’

নেক্সাস টেলিভিশনে প্রতি সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচারিত হবে ‘বই’ অনুষ্ঠানটি। উপস্থাপন করবেন অরুণ কুমার বিশ্বা, এবং প্রযোজনা রয়েছে রাণা ইসলাম। নতুন বই, আলোচিত বই, বই পড়া, বই সংগ্রহ, বই লাইব্রেরি, পাঠক, লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক, নাট্যকার সবাই এই অনুষ্ঠানের উপজিব্য। নেক্সাস টিভি জানায়, লেখনি, ভাষার ব্যবহার, নতুন লেখক-কবি-সাহিত্যকদের জন্য গাইডলাইন, প্রচ্ছদ, প্রচ্ছদ শিল্পি ও শিল্প, মুদ্রণশিল্প সবই নান্দনিকভাবে তুলে ধরা হবে ধারাবাহিক পর্বগুলিতে। বইয়ের আধুনিকায়ন, ই-বুক, স্মার্ট বুক, স্মার্ট লাইব্রেরি, পাঠক রুচি, বাদ যাবে না বই সংশ্লিষ্ট এসব যুগোপযোগী বিষয়গুলোও তুলে ধরা হবে অনুষ্ঠানে। এছাড়া, বইমেলা, বই উৎসবের খবরগুলোর সংকলনও থাকবে আয়োজনে। বই কেন পড়ব? পরিবারে বইপড়া আচার, শিশু-সন্তানের সাথে বই নিয়ে আলোচনার মত সৃজনশীল আড্ডাগুলোও ঘুরেফিরে আসবে অনুষ্ঠানে।

থাকবে বই/সাহিত্য জগতের স্বনামধন্য মানুষদের সাথে কথোপকথন। তুলে ধরতে চেষ্টা থাকবে বিশ্ব সাহিত্য- সংস্কৃতির নানান দিকও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত