আগামী ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য গুণী নাট্য নির্মাতা মোঃ রবিউল সিকদার এরই মধ্যে তিনটি নাটক নির্মাণের কাজ শেষ করেছেন। নাটকগুলো হচ্ছে ‘প্রিয় ময়ূরাক্ষি’, ‘জুতা চোর মকবুল’, ও ‘ ভালোবাসার জন্য’। আগামী ঈদের আগেই তিনি আরো নির্মাণ করতে যাচ্ছেন ‘বন্ধু ভালো থাকিস’, ‘গোপনে’ ও ‘একটু পরেই লাইভে আসবো’, ‘আয়নার কারিগর’, ‘ঝরাপতার গল্প’। আপাতত নাটকগুলোর জন্য শিল্পী নির্বাচন, লোকেশন নির্বাচন এবং বিভিন্ন ধরনের প্রপস সংগ্রহের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন মোঃ রবিউল সিকদার।
রবিউল সিকদার বলেন, ‘এরই মধ্যে তিনটি নাটকের কাজ শেষ করেছি। নাটকগুলোতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, তমা, সাব্বির আহমেদ, ফজলুর রহমান বাবু, জাহের আলভী ও তিথি। আগামীতে আরো যে পাঁচটি নাটকব নির্মাণ করতে যাচ্ছি সেগুলো নিয়েই এখন পুরোদমে ব্যস্ত। আমি আসলে ভালো গল্প নিয়ে কাজ করি। ভালো গল্প বলতে বুঝায় জীবন ঘনিষ্ঠ গল্প। এর আগেও আমি জীবন ঘনিষ্ঠ গল্প নিয়ে নাটক নির্মাণ করেছি। সেসব নাটকের জন্য অনেক সাড়া পেয়েছি। আর ক’দিনের মধ্যেই যে নাটকগুলো নির্মাণ করতে যাচ্ছি সেগুলোর গল্পও এক কথায় অসাধারণ। গল্পগুলো আমি নিজেই রচনা করছি। আর আজ আমার জন্মদিন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি, কাজগুলো ভালোভাবে করতে পারি। সত্যি বলতে কী এখন ভালো গল্প হলেই যে যথাযথ শিল্পী পাওয়া যায়, এমনটা নয়। একজন নির্মাতা হিসেবে অনেক ধৈর্য্য নিয়ে অপেক্ষা করতে হয়।’ রবিউল সিকদার নির্মিত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘কাগজের মানুষ’, ‘সিএনজি ড্রাইভার’ ও ‘মনের গুপ্তচর’।