ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিএফডিসি’তে ‘রাজকুমার’র গান মুগ্ধ হলেন আরশাদ আদনান

বিএফডিসি’তে ‘রাজকুমার’র গান মুগ্ধ হলেন আরশাদ আদনান

আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি ছিলো গেলো বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এবং চলচ্চিত্রের দৃশ্যপট বদলে দেয়ার সিনেমা। এই সিনেমা দিয়ে শাকিব খান তার অভিনয় জীবনে নতুন করে যেমন প্রাণ পেয়েছেন। ঠিক তেমনি শাকিব খান আবারো ঘুরে দাঁড়িয়েছেন। যে কারণে শাকিব খান নিজেও এখন আগের চেয়ে সিনেমায় অভিনয়ের ব্যাপারে আরো বেশি সতর্ক এবং সচেতন হয়ে উঠেছেন। খুউব বুঝে শুনে তিনি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। অবশ্য ‘রাজকুমার’ নিয়ে শাকিব খান ও হিমেল আশরাফের পরিকল্পনা অনেক আগের। ‘রাজুকমার’ প্রযোজনা করছেন যথারীতি ‘ভার্সেটাইল মিডিয়া’র কর্ণধার আরশাদ আদনান, যার হাত ধরেই বাংলা চলচ্চিত্র নতুন প্রাণ পেলো। যাকে দেখে অনেক প্রযোজকই সিনেমায় অর্থ বিনিয়োগ করতে বিশেষত শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহী হয়ে উঠছেন। এরইমধ্যে গেলো ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের জন্মদিনে বঙ্গভবনে তারই পুত্র আরশাদ আদনান ‘রাজকুমার’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর কয়েক দিন টানান ঢাকায় শুটিং হয়। তারপর শুটিং হয় চেন্নাইয়ে। গেল কয়েক দিন টানা শুটিং হয় বিএফডিসিতে। সেখানে মূলত টাইটেল সং ‘রাজকুমার’র শুটিং হয়। ‘রাজকুমার’ গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, সুর সঙ্গীত করেছেন ইমন চৌধুরী। এই গানের দৃশ্যায়নেই এফডিসিতে জমকালো সেট ফেলা হয়। প্রথম দিনের শুটিংয়ে সন্ধ্যায় বিএফডিসিতে যান আরশাদ আদনান। তিনি সেট দেখে ভীষণ মুগ্ধ হয়ে যান। শুধু তাই গানের পুরো আয়োজন দেখে ভীষণ উচ্ছাস প্রকাশ করেন তিনি।

আরশাদ আদনান বলেন, ‘ প্রিয়তমার গল্প, গান, লোকেশন, সিনেমাটোগ্রাফি, সবার অভিনয় বিশেষত শাকিব, ইধিকা, সেলিম ভাই’সহ সবার অভিনয় ভালো লেগেছে বিধায় দর্শক হলে হলে গিয়ে একবার, দুইবার, বহুবার গিয়ে উপভোগ করেছেন। আমি মনেপ্রাণে একজন সংস্কৃতিপ্রেমী মানুষ। সিনেমার জন্য একজন নিবেদিত প্রযোজক। আমি চাই এই দেশের সব চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ুক, যেমনটা ছড়িয়ে পেড়েছে প্রিয়তমা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত