ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তাদের আড্ডার কেন্দ্রবিন্দু ‘মাতাল হাওয়া’

তাদের আড্ডার কেন্দ্রবিন্দু ‘মাতাল হাওয়া’

রাজধানী গুলশানের একটি অভিজাত ক্লাবে গত বৃহস্পতিবার দুপুরে এক অনানুষ্ঠানিক আড্ডায় বসেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূর, গুণী নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী, চিত্রনায়িকা পলি ও চিত্রনায়িকা রত্না। মূলত একসঙ্গে বসে কিছুটা সময় কাটানোই ছিল এই গল্প, আড্ডার মূল উদ্দেশ্য। সেখানেই নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, তার পরিচালনায় শাবনূর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। চয়নিকা চৌধুরী বলেন, ‘শাবনূর মাতাল হাওয়াতে অভিনয় করতে যাচ্ছেন। এককথায় দারুন স্ক্রিপ্ট গল্প। আমি শাবনূরকে শাবনূরের মতো করেই পর্দায় ফিরিয়ে আনতে চাই। তবে অবশ্যই শাবনূরকে সেজন্য অনেক শ্রম দিতে হবে, স্লিম হতে হবে। যে কারণে আমরা একটু সময়ও নিচ্ছি। আশা করছি সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে।’ চয়নিকা চৌধুরী জানান, শাবনূর প্রথম মাতাল হাওয়া’র গল্প শুনেছেন গত বছরের আগস্ট মাসে। ঢাকায় ফিরে প্রথম কয়েক দিন মাতাল হাওয়া’র পুরো গল্প শুনেছেন। শাবনূর জানান তিনি নিজেও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে কবে নাগাদ তিনি শুটিংয়ে ফিরবেন, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি। শাবনূর জানান, সিনেমাতে অভিনয়ে ফেরা ছাড়াও তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ নিয়েও ব্যস্ত থাকতে হচ্ছে। এদিকে দীর্ঘদিন পর শাবনূরের সঙ্গে দেখা হয়েছে চিত্রনায়িকা রত্নার। রত্না বলেন, ‘আমি শুনেছি আপু দেশে এসেছেন। ইচ্ছে ছিল তার সঙ্গে দেখা করার, কথা বলার। অবশেষে দেশে আসার অনেক দিন পর হলেও তার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগল। শাবনূর আপু নিজে বলেছেন- তিনি আমার অভিনয় দেখেছেন, আমার অভিনয় তার ভালো লাগে। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ, শাবনূর নিজেই অনেক বড় এবং গুণী অভিনেত্রী। তার কাছ থেকে এই ধরনের স্টেটম্যান্ট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত