বাংলাদেশে কারাতে বলতেই আমরা বুঝি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলে’র নাম। তিনি তার অভিনীত প্রতিটি সিনেমায় কারাতে’কে এত শৈল্পিক এবং নান্দকিভাবে উপস্থাপন করেছেন যে পরবর্তীতে অনেকেই কারাতে শিখতেও উদ্বুদ্ধ হয়েছেন। সিনেমার রূপালী পর্দায় রুবেলকে প্রথম অ্যকশান নায়ক হিসেবে কারাতে উপস্থাপন করতে দেখা যায় প্রয়াত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ সিনেমায়। সিনেমাটি ১৯৮৬ সালের ১৮ আগস্ট মুক্তি পায়। এতে রুবেলের বিপরীতে নায়িকা ছিলেন পাঁপড়ি। এরপর রুবেল বহু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। কয়েকটা প্রজন্ম ধরেই তিনি নায়ক হিসেবে তুমুল জনপ্রিয়। এখনো অনেক দর্শক শুধু তাকে দেখার জন্যই হলে গিয়ে থাকেন। সিনেমায় অভিনয় করলেও তিন যুগেরও বেশি সময় ধরে অর্থাৎ ৩৮ বছর ধরে রুবেল সর্বসাধারণকে কারাতে প্রশিক্ষন দিয়ে আসছেন। তার কারাতে শিক্ষার প্রতিষ্ঠান ‘দা ফাইট স্কুল’ থেকেই তিনি কারাতে প্রশিক্ষণ দিয়ে আসছেন। আগে রাজধানীর টিঅ্যান্ডটি’তে প্রশিক্ষণ দিতেন। গেল ২৩ বছর ধরে তিনি রাজধানীর ৪ ইস্কাটন গার্ডেন রোডের মাঠে কারাতে প্রশিক্ষণ দিয়ে আসছেন। কেন কারাতে শেখা জরুরি, এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘ ঢাকা শহরে কিছু স্থানে কারাতে শেখানো হয় যেখানে ভর্তি ফি অনেক বেশি। সেখানে সর্বস্তরের মানুষের কারাতে শেখা সম্ভব না। আমার স্কুলে সকলেই কারাতে শিখতে পারেন। সেদিন একজন রিক্সওয়ালা ভাই আসছিলেন, তার ছেলে কারাতে শেখার আগ্রহ প্রকাশ করে।