এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা কানিজ খাদিজা তিন্নি গানে যেন আরো বেশি সরব হয়ে উঠেছেন। স্টেজ মৌসুমের এই সময়টাতে তিনি দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। কখনো ঢাকা, কখনো নিজ জন্মস্থান নারায়ণগঞ্জ, কখনো গাজীপুর আবার কখনো বা তার চেয়েও দূর কোনো স্থানে। এরইমধ্যে অপু আমানের কথা ও সুরে তিনি নতুন একটি মৌলিক গানেও কণ্ঠ দিয়েছেন। সহশিল্পী হিসেবে আছেন অপু আমান নিজেই। অপু আমার বাংলাদেশের একটি রিয়েলিটি শো’র মধ্যদিয়ে গানের ভুবনে পেশাগতভাবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নিজের শ্রম দিয়ে, নিজের চেষ্টা দিয়ে একজন ভার্সেটাইল মেধাবী সঙ্গীতশিল্পী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গানে গানে তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি এখন গানের সুরসংগীতও করছেন। সেই ধারাবাহিকতায় অপু আমানের কথা ও সুরেই তিন্নি একটি গান গাইলেন। এরইমধ্যে তিনি টানা স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তিন্নি বলেন,‘ আমি অতি সাধারণ একজন শিল্পী। তবে গানের প্রতি আমার ভালোবাসা প্রবল। গান গাইতে না পারলেই যেন কষ্ট হয়। প্রতিনিয়ত গানের মধ্যে থাকতে পারলেই আমার ভালোলাগে। কয়েক বছর আগে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের সঙ্গে যখন প্রথম কথা বলি, তখন তিনি আমাকে একটা কথা খুউব গুরুত্ব দিয়ে বলেছিলেন যে, গানে চর্চাটা নিয়মিত করিও। সেই তখন থেকে আমি গানে নিয়মিত চর্চাটা করার চেষ্টা করি। আমিও মনেকরি গানে সাধনার বিকল্প নেই। ধন্যবাদ যারা নিয়মিত আমাকে স্টেজ শো’তে গাইবার সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রতি।