এই প্রজন্মের শিল্পীদের মধ্যে ফোক গান দিয়ে নিজের আলাদা একটি অবস্থান করে নিয়েছেন ফোক গানে অনবদ্য সঙ্গীতশিল্পী অংকন ইয়াসমীন। সেরা কণ্ঠখ্যাত এই গায়িকা স্টেজ মৌসুমের এই সময়টাতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল কক্সবাজারের একটি শোতে সঙ্গীত পরিবেশন করেন অংকন ইয়াসমীন। এরপর সেখানে নিজের মতো করে সময় কাটিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি তিনি রাজধানীর পূর্বাচলে একটি শোতে সঙ্গীত পরিবেশন করবেন। ভালোবাসা দিবসে এখনো কোনো শো চূড়ান্ত হয়নি তার। তবে অংকন জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি টঙ্গীতে এবং ১৭ ও ২৩ ফেব্রুয়ারি গাজীপুরে স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি। এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে অংকনের কণ্ঠে নতুন করে আরো দুটি ফোক গান। একটি ‘ওলো সুন্দরী তুই ঘরে আয়’। এই গানটি লিখেছেন ও সুর করেছেন আব্দুল লতিফ সরকার। মূল গানটি গেয়েছিলেন আব্দুল আলিম ও রওশন আরা মাসুদ। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। আরেকটি গান হলো ‘দে দোল দোল’। গানটি লিখেছেন সলিল চৌধুরী, সুর করেছেন হৃদয়নাথ মঙ্গেশকর। মূল শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেশকর। দুটি গানেই অংকনের সহশিল্পী কামরুজ্জামান রাব্বি। অংকন ইয়াসমীন বলেন, ‘একজন সত্যিকারের শিল্পী হবার জন্যই ছোটবেলা থেকে বাবা মায়ের অনুপ্রেরণায় নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। গানের ভুবনে আমি এখনো কিছুই না। প্রতিনিয়ত গান শিখছি। যখন যে গান গাইতে গিয়েছি বিশেষ করে রেকর্ড করার জন্য, তখন আবারো নতুন করে শিখি। আমি গাইতে গাইতেই আরো জানতে চাই গান সম্পর্কে। নিজেকে একজন সত্যিকারের সঙ্গীতশিল্পী হিসেবেই গড়ে তুলতে চাই। এই মুহূর্তে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে। বছরের একটা নির্দিষ্ট সময়েই স্টেজ মৌসুমটা থাকে। সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছি। বাকিটা সময় আরো ভালো ভালো গান করার ইচ্ছে আছে।’