ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্টেজ শোতে ফেরার অপেক্ষায় টুশি

স্টেজ শোতে ফেরার অপেক্ষায় টুশি

নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুশি। গানের সাথেই তার সখ্য। অনেক আগে থেকেই গানের ভুবনে তার পথচলা। স্টেজ শোতে গান গেয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন তিনি। তবে এবার চাইলেও আপাতত স্টেজ শোতে ফিরতে পারছেন না তিনি। কারণ ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে শীর্ষ দশে আছেন তিনি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তিনি নিজেকে নিয়মের মধ্যে রেখেই আপাততক স্টেজ শো থেকে নিজেকে দূরে রাখছেন টুশি। নারায়ণগঞ্জে নিজ বাসাতেই সময় কাটছে তার। টুশি বলেন, ‘আপাতত নারায়ণগঞ্জে নিজ বাসাতেই সময় কাটছে আমার। বলা যায় এই স্টেজ মৌসুমে এর আগে কম বেশি গান করা হতো। কিন্তু এবারের স্টেজ মৌসুমে আমার গান গাওয়ার আপাতত সুযোগ নেই। কারণ আমি চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩-এর শীর্ষ দশের একজন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাকে গ্র্যা- ফিনালে না হওয়া পর্যন্ত কোনোরকম স্টেজ শোতে গান গাইতে দেখা যাবে না। আমি আমাদের রিয়েলিটি শোর প্রকল্প পরিচালক শ্রদ্ধেয় ইজাজ খান স্বপন স্যারের এই আদেশের প্রতি শ্রদ্ধা রেখেই নিজেই এই নিয়ম মেনে চলছি। আমার বিশ্বাস আমি এর প্রতিদান পাব। বাকিটা আল্লাহ ভরসা।’ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘পায়েরই নূপুর আমার জাদু জানে’ গানটি গেয়েই তিনি সেমি ফাইনালে এবং পরবর্তীতে ফাইনালে উঠেছিলেন। ফাইনালে ওঠার জন্য তাকে রুনা লায়লারই গাওয়া ‘ও বন্ধুরে প্রাণও বন্ধুরে’ গানটি গাইতে হয়েছিল। এরইমধ্যে টুশির গাওয়া এই দুটি গানের পর্বটি প্রচার হবার পর তার গায়কী নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং তার কণ্ঠের প্রশংসাও করছেন সবাই। তার কণ্ঠে রুনা লায়লার গাওয়া ‘ও বন্ধুরে প্রাণও বন্ধুরে’ গানটি শুনে আলমগীর টুশির কণ্ঠের বেশ প্রশংসা করেন এবং তার কণ্ঠটি যে সিনেমার গানের জন্য অর্থাৎ প্লে-ব্যাকের জন্য পারফেক্ট তাও বলেন আলমগীর। রিয়েলিটি শোর বিশেষ বিচারক রুনা লায়লা টুশির গানের প্রশংসা করেন এবং তার আগামীর শুভ কামনা জানিয়ে দোয়া করেন। অনুষ্ঠানের বিশেষ বিচারক রুনা লায়লা ছাড়াও অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। এলাকার অনেকেই তাকে শোতে নেয়ার জন্য যোগাযোগ করছেন। কিন্তু টুশি অপেক্ষা করছেন চূড়ান্ত ফলাফলের জন্য। কারণ আপাতত এটাকে ঘিরেই তার স্বপ্ন। শিগগিরই আমেরিকাতে গ্র্যা- ফিনালে হবার কথা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত