ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শ্রোতাদের প্রিয়’তে পরিণত লুইপা

শ্রোতাদের প্রিয়’তে পরিণত লুইপা

বাংলাদেশে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে বিগত প্রায় একদশকে শ্রোতাদের ধারাবাহিকভাবে শ্রুতিমধুর গান শুনিয়ে নিজের একটা আলাদা অবস্থান করে নিয়েছেন বগুড়ার মেয়ে জিনিয়া জাফরিন লুইপা। কখনো সিনেমার গান, কখনো আধুনিক গান, কখনো পুরোনো দিনের জনপ্রিয় গান আবার কখনো নিজের মৌলিক গান শুনিয়ে ঢাকা, ঢাকার বাইরে গ্রামে গঞ্জে শহরে আবার কখনো দেশেরও বাইরে গান শুনিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন লুইপা। একটু একটু করে লুইপা তার শুধুই সুরেলা কণ্ঠের মিষ্টি গায়কী দিয়ে শ্রোতা দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। ২০১০ সালে সেরাকণ্ঠ’তেই তিনি তার কণ্ঠের কারিশমা প্রমাণ করেছেন। সেখানে তিনি একটি পর্যায়ে বাদও পড়ে গিয়েছিলেন। কিন্তু উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘দেবদাস’ সিনেমার ‘পায়েরই নুপুর আমার জাদু জানে’ গানটি দিয়ে তিনি আবারো প্রতিযোগিতায় যুক্ত হতে পেরেছিলেন। সেই রুনা লায়লাই পরবর্তীতে একটা সময় লুইপা’র কণ্ঠে বেগম আখতারের ‘জোছনা করেছে আঁড়ি’ গানটি শুনে তাকে ফোন করে তার গায়কীর প্রশংসা করেছিলেন। যেখানে সারা বিশ্ব রুনা লায়লার গানে মুগ্ধ হয়, সেখানে রুনা লায়লা লুইপার গানে মুগ্ধ হয়েছিলেন। বিষয়টি লুইপার জন্য ভীষণ আশীর্বাদের ছিল। শুধু তাই নয়। রুনা লায়লা তার সুর করা গানও লুইপার কণ্ঠে তুলে দিয়েছিলেন। গানটি ছিলো গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘এই দেখা শেষ দেখা’ যা ডিএমস’ থেকে প্রকাশিত হয়। লুইপার কণ্ঠে প্রকাশিত মৌলিক গানের মধ্যে সবচেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘জেন্টলম্যান’ গানটি। এছাড়া তার কণ্ঠে’র ‘রঙ্গিলা হাওয়া’ গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই সময়ে শ্রোতাণ্ডদর্শকের কাছে এই প্রজন্মের অন্যতম পছন্দের একজন শিল্পী হয়ে উঠেছেন তিনি। লুইপা বলেন, ‘শ্রোতা দর্শকের ভালোবাসায় আমি সবসময়ই আপ্লুত হই। দেশের নানা প্রান্তে গান গাইতে গিয়ে সবার মধ্যে আমাকে ঘিরে যে ভালোলাগা, ভালোবাসা দেখি, তা আমাকে অনেক আবেগাপ্লুত করে তোলে। শুধু গান গেয়েই তাদের সঙ্গে আমার পরিচয়, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। অথচ যখন যেখানে গিয়েছি; সর্বোচ্চ সম্মান পেয়েছি, আমিও তাদের সম্মান রেখেই মনের মতো গান শোনানোর চেষ্টা করেছি। শ্রোতা দর্শকের এই ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই গানে গানে।’ ২০১৪, ২০১৫, ২০১৮ ও ২০২৩ সালে লুইপা বিভিন্ন সংগঠন কর্তৃক শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীর পুরস্কারে ভূষিত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত