ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ ধারাবাহিকে তারা

‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ ধারাবাহিকে তারা

পান্থ শাহরিয়ারের রচনায় সকাল আহমেদের পরিচালনায় এরইমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে বিশ পর্বের ধারাবাহিক নাটক ‘আগরতলা ষড়যন্ত্র মামলার কাজ। নাটকটি প্রযোজনা করছেন শামীমা তুষ্টি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিল্পী সরকার অপু, সাজু খাদেম, রওনক হাসান, দীপা খন্দকার, ইমতিয়াজ বর্ষনসহ আরো অনেকে। এ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু। অপু বলেন, ‘এই ধারাবাহিকের গল্পের সময়কাল শুধু এতোটুকু বলতে পারি ভাষা আন্দোলনের সময়কাল থেকে মুক্তিযুদ্ধ। আমি, সাজু, দীপা-আমরা একই পরিবারের। সকাল অনেক ধৈর্য্য ধরে ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করছে। পান্থ শাহরিয়ার সবসময়ই ভালো লিখে। যথারীতি এ নাটকটিও খুব চমৎকার লিখেছে। আমরা যারা এতে অভিনয় করছি প্রত্যেকেই যার যার চরিত্রে মন দিয়েই কাজটি করছি। আশা করা যায় ভালো লাগবে দর্শকের।’ এদিকে শিল্পী সরকার অপু জানান, তিনি গতকাল থেকে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। রাজধানীর মিরপুর এর শুটিং-এ অংশ নিয়েছেন তিনি। সিনেমার নাম ‘শিল্পজীবী’। পরিচালনা করছেন মুকিতুল বারিক। এদিকে দীপা খন্দকারকে প্রথম কোনো ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় দেখা গেছে। দীপ্ত টিভিতে সাজ্জাদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিকে এই চরিত্রে দেখা গেছে তাকে। দীপা খন্দকার বলেন, ‘আগরতলা ষড়যন্ত্র মামলা-ধারাবাহিকে আমি জোবেদা চরিত্রে অভিনয় করছি। পুরোনো ঢাকা অর্থাৎ নারিন্দায় এই ধারাবাহিকের শুটিং-এ অংশ নিয়েছি আমিসহ অন্যান্যনরা। বেশ পরিপাটি গুছানো একটি কাজ হচ্ছে। খুব আশাবাদী আমি কাজটি নিয়ে।’ এদিকে দীপা জানান, মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় তিনি এরইমধ্যে প্রায় শেষ করেছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার কাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত