ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আজ দেবলীনা’র জন্মদিন

আজ দেবলীনা’র জন্মদিন

একটি সংস্কৃতিবান্ধব পরিবারে বেড়ে উঠা সংগীতশিল্পীর নাম দেবলীনা সুর। যিনি গানকে মনেপ্রাণে লালন করেন, ভালোবাসেন। ছোট্টবেলা থেকেই গানের সাথে তার নিত্য বেড়ে উঠা। গানে গানেই পার করে দিচ্ছেন জীবন। হয়ে উঠেছেন দেশের খ্যাতনাম একজন সংগীতশিল্পী। একটি শিল্পমনা পরিবারের মেয়ে যেহেতু তিনি তাই তারমধ্যে রয়েছে যথেষ্ট বিনয়। লুবনা শারমিন পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ সিনেমায় দেবলীনা একটি রবীন্দ্রসংগীত গেয়েছিলেন। যদিও সিনেমাটি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো’ গানটি গেয়েছেন তিনি এই সিনেমায়। গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। দেবলীনা সুর যখন যশোর ক্যান্টনম্যান্ট কলেজে পড়তেন সেই সময় কলেজের প্রিন্সিপাল কামরুজ্জামান তাকে গানে অনুপ্রেরণা দিতেন। এখনো তিনি দেবলীনাকে অনুপ্রেরণা দেন। একজন শিল্পীর গানের ভুবনে এগিয়ে চলার ক্ষেত্রে শ্রোতাণ্ডদর্শকের ভালোবাসা এবং অনুপ্রেরণা অনেক বড় একটি বিষয়। তার বাবাও তাকে গানে অনুপ্রেরণা দিতেন। আর গানের ভুবনে এতদূর নিয়ে এসেছেন তাকে তার মা শ্রাবণী সুর। দেবলীনা সুরের গানের পৃথিবীটা সমৃদ্ধ হবার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। কারণ তিনি শান্তি নিকেতনে রবীন্দ্র সঙ্গীতে অনার্স, পরবর্তীতে রবীন্দ্র ভারতীতে আইসিসিআর স্কলারশিপ নিয়ে মাস্টার্স করেছেন। দুটোতেই তার ফলাফল ফার্স্ট ক্লাস ছিল। আজ দেবলীনা’র জন্মদিন। জন্মদিনে সবার কাছে প্রার্থনা ও আশীর্বাদ কামনা করে দেবলীনা বলেন, ‘সবার কাছে শুধু প্রার্থনা ও আশীর্বাদ কামনা করি যেন ঈশ্বর আমায় সুস্থ রাখেন, ভালো রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত