পিএমসির মাধ্যমে লেজার সেবা আরো সহজলভ্য হলো বলে জানালেন বর্তমান সময়ের হলো আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া চমক।
তিনি বলেন, বর্তমান সময়ে লেজার ও এস্থেটিক ট্রিটমেন্ট একটি বিজ্ঞানসম্মত আধুনিক সেবা যার মাধ্যমে সহজেই রূপচর্চাসহ বিভিন্ন ধরনের শারীরিক অসঙ্গতি দূর করা যায়। যার ফলে মানুষ এখন এই সেবার দিকে আকৃষ্ট হচ্ছে। কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। লেজার ও এস্থেটিক ট্রিটমেন্টে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় বলে এটি বেশ খরচসাধ্য। যে কারণে সবার পক্ষে এখনো এই ধরনের ট্রিটমেন্ট নেয়া সম্ভব হচ্ছে না।এমন অবস্থায় ব্যতিক্রমী উদ্যোগে লেজার ও এস্থেটিক ট্রিটমেন্টের দ্বার সবার জন্য উন্মুক্ত করেছে কসমেডিকা লেজার ক্লিনিক। যুক্তিসংগত খরচে গ্রাহক সেবার মান বাড়াতে কসমেডিকা লঞ্চ করেছে প্রায়োরিটি মেম্বারশিপ।