আজ মঞ্চে ‘বাপ্পা মজুমদার অডিসি’

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দেড় বছর পর ঢাকার মঞ্চে বড় পরিসরে এককভাবে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, সুরস্রষ্টা বাপ্পা মুজমদার। আজ সন্ধ্যা ঠিক ছয়টায় রাজধানীর খামারবাড়ীতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাপ্পা মজুমদার মঞ্চে উঠবেন শ্রোতা দর্শককে গান শোনাতে। এবারের শো’য়ের নামকরণ করা হয়েছে ‘বাপ্পা মুজমদার অডিসি’। আয়োজন করেছে ‘কারখানা’। সর্বশেষ ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর এমন আয়োজনে সংগীত পরিবেশন করেছিলেন বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদার জানান, গেট ওপেন হবে বিকাল ৪টায়। শুরুতেই সংগীত পরিবেশন করবেন মাশা ইসলাম। তার কয়েকটি গান পরিবেশন করার পর মোট ১১ জন যন্ত্রশিল্পী নিয়ে মঞ্চে উঠবেন বাপ্পা মজুমদার। বেকিং ভোকাল হিসেবে তার সঙ্গে থাকবেন আরো দু’জন। তারা হলেন শাওন গানওয়ালা ও অন্তরা রহমান। বাংলাদেশের বরেণ্য সংগীত ব্যক্তিত্ব সুধীন দাসের ছেলে নিলয় দাসের কাছে গিটার শিখেছিলেন তমাল ও বাপ্পা মজুমদার।