ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

৩০তম সম্মাননা অভি মঈনুদ্দীনের হাতে

৩০তম সম্মাননা অভি মঈনুদ্দীনের হাতে

দীর্ঘ দুই যুগ ধরে বিনোদন সাংবাদিকতাকে ভালোবেসে শুধু সাংবাদিকতা পেশার সাথেই নিজেকে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রেখে সাংবাদিকতা করে যাচ্ছেন অভি মঈনুদ্দীন। বিনোদন সাংবাদিকতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের স্বীকৃতি স্বরূপ অভি মঈনুদ্দীন ২০১২ সালে প্রথম ‘বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি’ সম্মাননা অনুষ্ঠানে প্রথম শ্রেষ্ঠ বিনোদন সাংবাদকি হিসেবে পুরস্কৃত হন। এরপর বিগত প্রায় বারো বছরে আরো ২৮ বার তিনি বিভিন্ন সংগঠন কর্তৃক শ্রেষ্ঠ বিনোদন সাংবাদিক হিসেবে সম্মাননা লাভ করেন। গেল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ গ্লোবাল ব্র্যান্ডস ‘ট্র্যাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে বিনোদন সাংবাদিকতায় দুই যুগের বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা লাভ করেন। অভি’র মেয়ে হাসপাতালে ভর্তি ছিল বিধায় অভি তার ছোট ভাই ফ্যাশন হাউজ ‘হাওর জিন্স’র কর্ণধার মো. রমিনুল হক সায়াদ’কে সঙ্গে নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এমপি’র হাত থেকে অভি মঈনুদ্দীন এই সম্মাননা লাভ করেন। অভি মঈনুদ্দীন বলেন, ‘আয়োজকদের প্রতি বিশেষত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি সালাম মাহমুদ ভাই, সাংবাদিক বাদল ভাই, সাংবাদিক জসীম ভাই’সহ আরো যারা আমাকে নির্বাচনে পূর্ণ সমর্থন দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমার আগামী দিনের চলার পথকে এই অ্যাওয়ার্ড বেশ অনুপ্রেরণা জোগাবে। আমি আরো মনোযোগী হয়ে সাংবাদিকতায় নিজেকে সম্পৃক্ত করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত