ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অলংকারের ‘মন পাড়ায় টু’ ও ‘জোছনার বিয়ে’

অলংকারের ‘মন পাড়ায় টু’ ও ‘জোছনার বিয়ে’

গতকাল তার নতুন মিউজিক ভিডিও ‘মন পাড়ায় টু’ প্রকাশিত হয়েছে। ‘মন পাড়ায়’ গানটি প্রথম আলোচনায় আসে মাহাদির কণ্ঠে। গানটি লেখা এবং সুর করা জিসান খান শুভর। সঙ্গীতায়োজন করেছিলেন অয়ন চাকলাদার। গানটি প্রকাশের সাথে সাথেই ভীষণ সাড়া ফেলে। এতে মডেল ছিলেন শাকিলা পারভীন ও রাসেল। গানটি এখন পর্যন্ত ১৪ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। অবশ্য পরবর্তীতে জিসান খান শুভ নিজেও গানটি গেয়েছিলেন।

সেই মন পাড়ারই সিক্যুয়াল ‘মন পাড়ায় টু’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী। যথারীতি এবার গানের কথা, সুর, কন্ঠ জিসান খান শুভরই। আর মিউজিক ভিডিওর গল্প ও নির্দেশনা শুভর। এরইমধ্যে গতকাল গানটি একটি ইউটিউব চানেলে প্রকাশিত হয়েছে। আর আগামী ২৬ ফেব্রুয়ারি আরেকটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে অলংকার চৌধুরী অভিনীত ‘বড় বোন’ নাটকেরই সিক্যুয়াল ‘জোসনার বিয়ে’। এই নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি গেলো ভালোবাসা দিবসের আগে থেকে টানা কয়েকদিন কক্সাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। লোকেশনে গিয়ে তিনি তার অসংখ্য ভক্তদের মুখোমুখি হয়েছেন। তারা তার কাজের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যে আগামীতে আরো ভালো ভালো গল্পের কাজ করবেন। ‘বড় বোন’ নাটকটি নির্মাণ করেছিলেন হেলার উদ্দিন ফারহান। অলংকার চৌধুরী বলেন, ‘ ২৩ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি, এই দুটো তারিখের জন্য আমি ভীষণ অপেক্ষায় ছিলাম। এরইমধ্যে মন পাড়ায় টু-প্রকাশিত হয়েছে। এতে আমি একজন মডেল হিসেবে উপস্থিত হয়েছি। কার কেমন লাগল জানাবেন। আর জোসনার বিয়ে- নাটকটি বলা যায় আমার অভিনীত বড় বোন- নাটকের সিক্যুয়াল। আমি বড় বোন, আমারই বিয়ে নিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে। গল্পটা এক কথায় এতো চমৎকার হয়েছে যে আমরা টানা চারদিন এই নাটকটি যথাযথভাবে তুলে ধরতে ভীষণ শ্রম দিয়েছি, আমরা সবাই। কাজটা ভীষণ ভালো হয়েছে। যে কারণে জোসনার বিয়ে নিয়ে আমি ভীষণ ভীষণ আশাবাদী হয়ে উঠেছি। আমার বিশ্বাস এই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। তাই আমি ভীষণ উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছি জোসনার বিয়ে ইউটিউবে প্রকাশের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত