ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মডেল হিসেবে আবারো মুগ্ধতা ছড়াবেন আঁখি আলমগীর

মডেল হিসেবে আবারো মুগ্ধতা ছড়াবেন আঁখি আলমগীর

অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সংগীতশিল্পী আঁখি আলমগীর ছোটবেলায় অভিনয় করে যেমন প্রশংসা কুঁড়িয়েছেন, ঠিক তেমনি গান গেয়েও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। ছোটবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আর বড় বেলায় এসে বাবা নায়ক প্রযোজক পরিচালক সদ্য একুশে প্রাপ্ত আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় গান গেয়ে গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। অভিনয়ে আঁখি আলমগীরকে ছোটবেলার পর আর অভিনয়ে তেমন দেখাই যায়নি। গানকে ভালোবেসে গানের ভুবনে তার অদম্য পথচলা শুরু হয় বাংলাদেশসহ বাংলা ভাষাভাষী শ্রোতা দর্শকের কাছে হয়ে উঠেন একজন নন্দিত গায়িকা। বাংলাদেশে এই সময়ে স্টেজ শো’তে অপ্রতিদ্বন্দ্বী এই জনপ্রিয় সংগীতশিল্পী কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘এএমপিএম টুথপেস্ট’, ‘তিব্বত কদুর তেল’, ‘সুরেশ সরিষার তেল’সহ আরো বেশকিছু বিজ্ঞাপন। সর্বশেষ তিনি আলমগীর ও রুনা লায়লা’র সঙ্গে একটি ওভিসিতে মডেল হিসেবে কাজ করেছিলেন। গেল ২৩ ফেব্রুয়ারি আঁখি আলমগীর কক্সবাজারে আরো একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। অনন্য মামুন পরিচালিত একটি অভিজাত আবাসিক হোটেল ‘রামাদা’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। পুরো ইউনিটের ভাষ্য এমন যে, এই বিজ্ঞাপনে আঁখি আলমগীরের উপস্থিতি দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়াবে। আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও অনন্য মামুনের নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করেছি। এই নিয়ে তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। মামুনের নির্দেশনা বেশ গুছানো এবং আমি মনে মনে যা কল্পনা করি তার সঙ্গে অনেকটাই মিলে যায়। হোটেলটির পরিবেশ এক কথায় দুর্দান্ত। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিজ্ঞাপনটি প্রচারে এলে সবাই তা অনুভব করতে পারবেন।’ আঁখি আলমগীর জানান, বিজ্ঞাপনের কাজ শেষ গতকাল ঢাকায় এসেছেন তিনি। এদিকে চলতি মাসে বেশ কিছু স্টেজ শো’তে গান গেয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন আঁখি আলমগীর। আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি ঢাকাতেই তিনটি ভিন্ন শো’তে সংগীত পরিবেশন করবেন আঁখি আলমগীর। আঁখি আলমগীরের সর্বশেষ আলোচিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘টিপটিপ বৃষ্টি’, ‘পিয়া গিয়েছে দুবাই’, ‘রাজকুমারী’, ‘কোথায় রেখেছো আমায়’, ‘লায়লা’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত