সাত পর্বের ধারাবাহিকে অনুভব-মিথিলা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আগামী রোজার ঈদে প্রচারের জন্য মইন খান রূপী রচিত ও তুষার খান পরিচালিত সাত পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘প্রবাস পল্লী মধু চন্দ্রিমা’। নাটকটির দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাহবুব আল রশীদ খান অনুভব ও তাবাসসুম মিথিলা। এরইমধ্যে নাটকের শুটিং-এ অংশ নিয়েছেন অনুভব ও মিথিলা। অনুভব বলেন, ‘গল্পটা এক কথায় খুউব সুন্দর। যে কারণে এতে অভিনয় করেও ভীষণ ভালো লেগেছে। তুষার ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আমিসহ যারা এতে অভিনয় করেছি প্রত্যেকেই বেশ মন দিয়ে কাজটি করেছেন। যে কারণে আউটপুটও ভালো এসেছে। মিথিলাও খুব সুন্দর অভিনয় করেছে। অভিনয়ে মিথিলার ম্যাচুওরিটি এসেছে, যা আমাকে বেশ মুগ্ধ করে। মিথিলার জন্য অনেক অনেক শুভ কামনা।’ দেশ বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরেই মিডিয়াতে অভিষেক হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক ছাত্র অনুভব মাহাবুবের। তার নির্দেশনায় ‘সিক্সটি নাইন’ ধারাবাহিকে কাজ করার সুযোগ আসে অনুভবের। পরবর্তীতে তৌকীর আহমেদ’র ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে আলোচনায় আসেন তিনি সাগর জাহানের ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’। ‘দারুচিনি দ্বীপ’র পর ‘নোলক’, ‘শাহেন শাহ’, ‘ধ্যাৎতিরিকি’, ‘বুবুজান’, ‘প্রিয়ারে’ সিনেমায় অভিনয় করেন। তার প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার স্বপ্ন অনুভবের। সেই স্বপ্ন পূরণে এগিয়ে চলেছেন তিনি। ৩১ ডিসেম্বর জন্ম নেয়া অনুভবের বাবা-মা কেউই বেঁচে নেই। এদিকে তাবাসসুম মিথিলা অভিনয়কে ভালোবেসে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বক্ষিল জামাই’, ‘ভাবীর ফ্ল্যাট’, ‘সতিত্ব’, ‘আইনের মারপ্যাঁচ’, ‘বিবি বিভ্রান্তি’, ‘প্রতিদিন বিকাল চারটা’, ‘সন্তানের অবহেলা’, ‘নূপুর’, ‘সর্দার বাড়ি’, ‘আব্বাজানের হাফ সেঞ্চুরি’ ইত্যাদি।