মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। মার্চের ১ তারিখ থেকে ওটিটি মাধ্যম টফিতে দেখা যাবে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন এ সিনেমার নির্মাতা খিজির হায়াত খান।
তিনি বলেন, একইসঙ্গে আমাজন প্রাইম ভিডিওসহ মোট ৭টি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং আমাদের দেশীয় প্ল্যাটফর্ম টফি মিলিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে আমাদের সিনেমাটি। আরও বলেন, গত বছর মার্চের ৩ তারিখ সিনেমা হলে মুক্তির পর থেকে এই এক বছরে আমাদের লক্ষ্য ছিল একটাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গণের বীরগাথা নিয়ে নির্মিত সিনেমাটিকে বিশ্বের সব মানুষের জন্য দেখার ব্যবস্থা করে দেওয়া। আমরা তা করতে পেরেছি। মুক্তিযুদ্ধে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের দিকটি তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। চরিত্রগুলোর কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ মেজর, আবার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেশমাতৃকার পাশে দাঁড়াতে তাদের সবাই অস্ত্র তুলে নেন। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। নির্মাণের পাশাপাশি খিজির হায়াতও পর্দায় হাজির হয়েছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নাফিজ আহমেদ। এদিকে খিজির হায়াত খান তার নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। নাম ‘সাম্রাজ্য’। আল পাচিনো ও মার্লোন ব্রান্ডো অভিনীত বিখ্যাত ‘গডফাদার’ ট্রিলজির আদলে তারই বাংলা ভার্সন হিসেবে এটি নির্মাণ করতে চলেছেন তিনি। স্ক্রিপ্টের কাজ শেষে এ বছরই সিনেমাটি শুটিং শুরুর কথা রয়েছে।