মীর সাব্বিরের উপস্থাপনায় অভির পরিচালনায় আসছে নতুন শো

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা মীর সাব্বিরের গ্রন্থনা ও উপস্থাপনায় এবং সাংবাদিক অভি মঈনুদ্দীনের পরিচালনায় ‘রয়েল ক্যাফে’ নিবেদিত নতুন একটি আড্ডার শো শুরু হতে যাচ্ছে আগামী রোজার ঈদের আগেই। বিষয়টি নিশ্চিত করেছেন রয়েল ক্যাফে’র কর্ণধার ও প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার। প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, ‘রয়েল ক্যাফে মূলত প্রয়াস গ্রুপের একটি অংশ। সারাদেশজুড়ে রয়েল ক্যাফে কফিপ্রেমীদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে আমাদের লক্ষ্য রয়েল ক্যাফে যেন বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে যায়। সেই লক্ষ্যেই রয়েল ক্যাফের সঙ্গে সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তো গেল ৩ মার্চ সন্ধ্যায় আমার ধানমন্ডির অফিসে মীর সাব্বির ভাই এবং অভি মঈনুদ্দীন ভাইয়ের সঙ্গে একটি মিটিং হলো। মিটিং-এ সাব্বির ভাই এবং অভি ভাই তাদের পরিকল্পনার কথা জানানোর পর আমার ভীষণ ভালো লাগল। কিছু কিছু পরিকল্পনা আমার কাছে এতোটাই ভালো লেগেছে যে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। তাই রয়েল ক্যাফের প্রচারণায় আমি একটি শো করতে সম্মত হয়েছি। শিগগিরই আমরা পরবর্তী সময়ে মিটিং করে চূড়ান্ত করব, কী কী করতে হবে। আশা করছি শোটি সম্পর্কে প্রাথমিক যে ধারণা পেলাম তাতে শো’টি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে। ধন্যবাদ সাব্বির ভাই ও অভি ভাইকে।’ মীর সাব্বির বলেন, ‘আমি শিল্পী, সৃজনশীল কাজ করারই আমার লক্ষ্য। প্রদ্যুৎ দাদার সঙ্গে আমার পরিচয় বহুবছর আগে থেকেই। তিনি আমাকে কতটা ভালোবাসেন, আমি তা অনুভব করতে পারি। আমার ওপর তিনি আস্থা রেখেছেন বলেই তার জন্য আমি কাজ করতে সম্মত হয়েছি। কিছু পরিকল্পনা তাকে দিয়েছি, তাতে তিনি মুগ্ধ হয়েছেন। আমি আর অভি মিলে কাজটি ভালোভাবে করার চেষ্টা করব। বাকিটা আসলে কাজ শুরুর আগে প্রি-প্রোডাকসন করতে হবে বেশ ভালোভাবে। আমাদের ইচ্ছে ঈদের আগেই প্রচারে আসার।’ মিটিং-এ কলকাতার ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’র প্রবক্তা মৃন্ময় কাঞ্জিলালও উপস্থিত ছিলেন। এই শো’তে কলকাতার শিল্পীদের অংশগ্রহণের ব্যাপারে মৃন্ময় কাঞ্জিলালও সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। অভি মঈনুদ্দীন বলেন, ‘প্রদ্যুৎ দাদার সঙ্গে আমার বেশকিছু কাজ হয়েছে। তিনি আমার দেখা অন্যতম খাঁটি একজন মানুষ। তিনি যা পরিকল্পনা করেন তা দ্রুত বাস্তবায়নের স্বপ্ন দেখেন। এমন চ্যালেঞ্জিং মানুষের সঙ্গে কাজ করার আনন্দটাই অন্যরকম।’ ইউটিউব ও ফেসবুক পেজ কেন্দ্রিক এই অনুষ্ঠানটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানান এর সার্বিক তত্ত্বাবধায়ক প্রদ্যুৎ কুমার তালুকদার।