ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘এত কিছুর পরও অভিনয়ে মন পড়ে থাকত’ : কুসুম শিকদার

‘এত কিছুর পরও অভিনয়ে মন পড়ে থাকত’ : কুসুম শিকদার

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলে প্রায়ই চোখে পড়ে মডেল অভিনেত্রী কুসুম শিকদারের ছবি। ওয়েস্টার্ন লুকের ছবিগুলো দিয়ে প্রশংসাও কুড়াচ্ছেন তিনি। কেউ কেউ কুসুম কুসুম প্রেমেও পড়েছেন ছবির। সিনেমা কিংবা টিভি পর্দায় তার দেখা মেলা ভার। সাম্প্রতিক ছবি দেখে অনেকেই ভেবেছেন, হয়তো নতুন কোনো কাজের পরিকল্পনা করছেন এ অভিনেত্রী। তাহলে কি আবারও পুরোদমে কাজে ফিরতে যাচ্ছেন তিনি- এমন জিজ্ঞাসাও রয়েছে অনেকের মনে। বিষয়টি অভিনেত্রী নিজেই খোলাসা করলেন। কুসুম শিকদার বলেন, ‘গত প্রায় পাঁচ বছর আমি অভিনয় করিনি।

অনস্ক্রিন ছিলাম না। যারা আমার নতুন দর্শক, টিভি কিংবা সিনেমায় আমাকে দেখেনি, তাদের কথা চিন্তা করেই নতুন ফটোশুট করছি। আমার পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’ মুক্তির অপেক্ষায়। পাশাপাশি এতে অভিনয়ও করেছি। দর্শকের সঙ্গে যোগসূত্র ঘটাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আমি সক্রিয়। ‘শরতের জবা’র শুটিং শেষ হওয়ার পরপরই গত বছর বইমেলার সময় ফটোশুট শুরু করেছি। তখন থেকেই নতুন নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিচ্ছি। বাংলা একাডেমি, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবনের আশপাশসহ কয়েকটি লোকেশনে বইমেলাকেন্দ্রিক ছয়টি ফটোশুট করেছি শাড়ি পরে। পরেরগুলো ছিল ওয়েস্টার্ন আউটফিটে।’ ফিরে আসা সব সময় কঠিন। কিন্তু এ কথা যে পুরোপুরি সত্য নয়, তার প্রমাণ দিলেন কুসুম শিকদার। এ কারণে তিনি বিরতির পর হলে যখনই কোনো কাজ নিয়ে ফেরেন, দর্শক তা গ্রহণ করেন। ‘শরতের জবা’ সিনেমাটি গত মঙ্গলবার সেন্সরে জমা পড়েছে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তিনি। সেন্সর ছাড়পত্র মিললেই এর মুক্তির ঘোষণা আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন কুসুম শিকদার। অভিনয় থেকে দূরে থাকলেও কুসুম শিকদার বেশ আগে ‘মরীচিকা মায়া’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন। পাশাপাশি তাঁকে মডেল হিসেবেও দেখা যাবে এ গানে। এতে তার সহশিল্পী কাজী সাকিব। গানটি যৌথভাবে লিখেছেন কুসুম শিকদার ও সন্ধি। সুর ও সংগীত সন্ধির। এটি নির্মাণ করেছেন রায়হান খান। অনেক আগেই তো ‘মরীচিকা মায়া’র কাজ শেষ হয়েছে। গানটি প্রকাশে এত বিলম্ব কেন- জানতে চাইলে কুসুম শিকদার বলেন, ‘নানা ব্যস্ততায় ‘মরীচিকা মায়া’ গানটি প্রকাশ করতে পারিনি। দর্শক-শ্রোতাদের মতো আমিও অপেক্ষা করছি গানটির জন্য। সিনেমার ঢঙেই হয়েছে এর দৃশ্য ধারণ। সাড়ে ৮ মিনিটের মিউজিক্যাল ফিল্ম এটি। আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো এ রকম কাজ প্রকাশ করছে না। কোনো মিউজিক চ্যানেলেও নেই এ ধরনের কাজ। এ কারণে এটি কোথাও জমা দেওয়া হয়নি। এটি নিয়ে নিশ্চয়ই কিছু করব। আগে ‘শরতের জবা’ মুক্তি পাক। এরপর ফিল্মটির প্রকাশ নিয়ে ভাবব।’ ২০১৮ সালে হানিফ সংকেতের পরিচালনায় ‘শেষ অশেষের গল্প’ নাটকে সর্বশেষ অভিনয় করেছেন কুসুম শিকদার। এরপর প্রায় পাঁচ বছর বিরতি। অভিনয়ে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে কম ও বেছে বেছে কাজ করে আসছি। জুতসই কোনো কাজের প্রস্তাব পেলে আবারও অভিনয়ে ফিরব। সবাই জানেন ছোট পর্দায় আমার অনুপস্থিতির কারণ। ব্যক্তিগত কারণেই আমার অভিনয় বিরতি ছিল। এই লম্বা সময়ের মধ্যে অনেকেই আমাকে অভিনয়ে ফেরার কথা বলেছেন। বিশেষ করে ওটিটি আসার পর কাজের প্রস্তাব বেড়েছে। যখন সবাই জানতে পারলেন আমি নিজের সিনেমায় অভিনয় করছি, তখনই ওয়েবের প্রস্তাবগুলো পেয়েছি। গত দেড় বছর ব্যস্ত ছিলাম ‘শরতের জবা’ নিয়ে। পরিচালনা ও অভিনয় একসঙ্গে হওয়ায় প্রতিটি কাজই আমার করতে হয়েছে। সব মিলিয়ে ব্যাটে-বলে হয়নি বলে অভিনয়ে ফেরা হয়নি। তবে এটিও সত্যি, এত কিছুর পরও আমার মন পড়ে থাকত অভিনয়ে। ভক্তরা যেমন আমাকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, আমিও তেমনি চাইছি ভালো কিছু কাজের মধ্য দিয়ে ফিরতে। দেখা যাক কী হয়।’ অভিনয়ের পাশাপাশি কৈশোর থেকে লেখালেখিতে ঝোঁক রয়েছে কুসুম শিকদারের। কবিতার বাই ‘নীল ক্যাফের কবি’, গল্পের বই ‘অজাগতিক ছায়া’ লিখেছেন তিনি। অবসর মিললেই প্রচুর সিনেমা দেখেন। শপিংও পছন্দ তার। এখনকার নাটক ও সিনেমার গল্প বলার ধরন, শিল্পীদের অভিনয়মাত্রা- সবকিছুতেই পরিবর্তন দেখছেন কুসুম। এই পরিবর্তন টিভি নাটক ও চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস এ অভিনেত্রীর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত