আজ ১০ মার্চ। আজ বাংলাদেশে এই প্রজন্মের নন্দিত গীতিকার, সাংবাদিক তারেক আনন্দ ও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রন্টির জন্মদিন। জন্মদিনকে ঘিরে দুইনর কোনো বিশেষ উচ্ছ্বস থাকলেও দুইজনেরই পরিবার জন্মদিনটি তাদের মতো করেই উদযাপন করবেন। তবে রন্টি জানান গেল ৭ মার্চ তার শাশুড়ি অর্থাৎ তার স্বামী সাঈদের মা হাজেরা বেগম ইন্তেকাল করেছেন। তাই বাসার পরিস্থিতিটা একটু অন্যরকম। রন্টির জন্মদিনকে ঘিরে তাই তেমন কোনো আয়োজন নেই। যেহেতু তার শাশুড়ি মারা গেছেন, তাই আত্মীয়-স্বজনরা বাসায় আসবেন। জন্মদিনকে ঘিরে এরমধ্যে আয়োজন করাটা বেমানান। এদিকে সাংবাদিক গীতিকার তারকে আনন্দ আজকের দিনটিতে ছুটি কাটাবেন। স্ত্রী জহুরা খাতুন লিনা ও দুই সন্তান রমিতা, রৌদ্রকে সঙ্গে নিয়ে পারিবারিকভাবেই জন্মদিনটি উদযাপন করবেন তারেক আনন্দ। তারেক আনন্দর গ্রামের বাড়ি জামালপুর। তার বাবা শাহ আলম ও মা তাহমিনা বেগম। দুজনই গ্রামে থাকেন। তারেক আনন্দর লেখা অনেক জনপ্রিয় গান রয়েছে। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘ভালোবাসার টানে’, ফাহমিদা নবীর কণ্ঠে ‘বৃষ্টির জলে’, ইমরানের কণ্ঠে (দিন দ্য ডে-সিনেমার) ‘বর্ষা চোখে’, বেলাল খান-খেয়ার কণ্ঠে ‘প্রেম দাও প্রিয়’ এবং সর্বশেষ শামীম হাসানের কণ্ঠে প্রকাশিত আলোচিত গান ‘যে জলে প্রেম আছে’ গানটি। তারেক আনন্দ দৈনিক ‘আমাদের সময়ে’ কর্মরত আছেন। একজন গীতিকার হিসেবে তিনি এই প্রজন্মের গীতিকারদের মধ্যে বেশ আলোচনায় এসেছেন চমৎকার গীতিকবিতা লেখার মধ্যদিয়ে। তার বিনয় এবং মেধা শিল্পীদের কাছেও তাকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে এসেছে। তারেক আনন্দ বলেন, ‘জন্মদিনে শুধু সবার দোয়া চাই আল্লাহ যেন বাবা-মা, স্ত্রী, সন্তানদের নিয়ে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আগামীতে আরো ভালো ভালো গান উপহার দিতে চাই শ্রোতাদের। আর পেশাগত (সাংবাদিকতা) দায়িত্বটাও যথাযথভাবে পালন করতে চাই।’ রন্টি বলেন, ‘ যেহেতু আমার শ্বাশুড়ি ইন্তেকাল করেছেন। তাই এই মুহুর্তে জন্মদিন নিয়ে আমার তেমন কোনোই আয়োজন নেই। সবাই দোয়া করবেন।’ এদিকে গেলো ভালোবাসা দিবসে রন্টি ও সাঈদের কণ্ঠে প্রকাশিত হয় ‘উড়ালিয়া মন’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন তারেক তুহিন, সুর সঙ্গীত করেছেন কিশোর দাস। ছয় দিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে রন্টি ও কেতন শেকের কণ্ঠে নতুন মৌলিক গান ‘তোমার আকাশজুড়ে’। গানটি লিখেছেন সাকী আহমেদ। সুর করেছেন কেতন শেখ। সঙ্গীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।