ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পুরস্কৃত আরএইচ সোহেল

পুরস্কৃত আরএইচ সোহেল

ছোট পর্দার প্রযোজক ও নির্মাতা রাকিবুল হোসেন সোহেল। যিনি আর এইচ সোহেল নামে শোবিজে বেশ পরিচিত। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি নির্মাণের সঙ্গে জড়িত। পাশাপাশি নিয়মিত প্রযোজনা করছেন আর এইচ সোহেল। এ পর্যন্ত তিনি ৩ হাজারের অধিক নাটক প্রযোজনা করেছেন। নির্মাণ করেছেন আড়াইশোর মতো নাটক। প্রযোজনা ও নির্মাণ দুই মাধ্যমেই সমানতালে ব্যস্ত তিনি। এই ব্যস্ততা বেশ উপভোগ করেন আর এইচ সোহেল। পরিচিত শিল্পীদের পাশাপাশি তার নাটকে কাজের সুযোগ দেন নতুনদের। কারণ, নতুনদের নিয়েই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি মনে করেন আজকের নতুনই আগামীর সুপারস্টার। সম্প্রতি সোহেল কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন। ২০২৩ সালের সেরা নির্মাতা হিসেবে ইন্টারন্যাশনাল এচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি এই অ্যাওয়ার্ড লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। এমন অর্জনে আনন্দিত আর এইচ সোহেল। অনুভূতি জানিয়ে তিনি বলেন, এমনটা কখনো আশা করিনি। আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। পুরস্কার সবসময় কাজে আরও বেশি আগ্রহী করে। মূলত আমি গল্পপ্রধান কাজ করতে পছন্দ করি। সেই কাজগুলো যখন স্বীকৃতি এনে দেয় তখন আরও অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। আমার গল্পে সবসময় বার্তা থাকে। সামনে আরও ভালো কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে। এই প্রযোজক-নির্মাতা বর্তমানে ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে। প্রচারের অপেক্ষায় আছে তার ‘অসহায় মা’, ‘মা কেনো চাকর’, ‘প্রথম দেখা’। জানিয়েছেন আগামী বছর চলচ্চিত্রে নির্মাণে হাত দেবেন। তার প্রযোজিত নির্মিতব্য দুটি সিনেমা হচ্ছে ‘উজান গাঙের ঢেউ’ ও ‘আউয়াল’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত