রুহানী লাবণ্য, একাধারে একজন নৃত্যশিল্পী, উপস্থাপিকা এবং অভিনেত্রী। তবে উপস্থাপক হিসেবেই তিনি দেশ-বিদেশে সবচেয়ে বেশি সমাদৃত। এখনো এটিএন বাংলায় প্রচার চলতি মুরাদ পারভেজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’তে সর্বশেষ অভিনয় করেছিলেন রুহানী লাবণ্য। এরপর তাকে আর নুতন কোনো নাটকে অভিনয়ে দেখা যায়নি। কারণ হিসেবে তিনি জানালেন অভিনয় করার জন্য তার হাতে একদমই সময় নেই। রুহানী লাবণ্য বলেন, ‘এক বছরেরও বেশি সময় হলো আমি মা হয়েছি। যে কারণে অভিনয়ের জন্য যে দীর্ঘ সময়টা দিতে হয় তা এই মুহূর্তে দেয়া আমার পক্ষে সম্ভব না। তাই চাইলেই এবং গল্প বা চরিত্র ভালো লাগলেও আপাতত অভিনয় করা সম্ভব না। দুটো কাজ করতে আমি মন থেকে বেশি পছন্দ করি। সে দুটো হলো নাচ এবং উপস্থাপনা। তবে উপস্থাপনায় আমাকে বেশি ব্যস্ত থাকতে হয়। স্টেজ শোর মৌসুমগুলোতে বেশি ব্যস্তত থাকতে হয়। সে সময় টিভি শোগুলোতে সময় দেয়াটা একটু কষ্টকর হয়ে ওঠে। কারণ স্টেজ মৌসুমে নাচও করতে হয়, উপস্থাপনাও করতে হয়। তবে উপস্থাপক হিসেবে আমার যে পরিচিতি সেটা নিয়ে আমি গর্বিত এবং এই পরিচয়টাতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধও করি।’ রুহানী লাবণ্য একজন স্থপতিও বটে। তার স্বামী তাকে ভীষণ অনুপ্রেরণা দেন সংস্কৃতি অঙ্গনে নিয়মিত কাজ করার ব্যাপারে। দুদিন আগে একটি প্রতিষ্ঠান আয়োজিত গালা নাইট’র উপস্থাপনা করেছেন রুহানী লাবণ্য। রোজা শুরু হবার পূর্ব পর্যন্ত নিয়মিতই স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে এই মুহূর্তে আগামী ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য নানা ধরনের টক শোর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এনটিভিতে প্রচার চলতি অনুষ্ঠান ‘রূপকথার রাত’র নিয়মিত উপস্থাপনা করছেন রুহানী লাবণ্য। এছাড়াও বিটিভির নাচবিষয়ক অনুষ্ঠান ‘তারানা’রও উপস্থাপনা করছেন তিনি। উপস্থাপনায় স্বীকৃতিস্বরূপ লাবণ্য দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবেও পুরস্কৃত হয়েছেন। সর্বশেষ ‘আজওয়া গল্পওয়ালা’ সম্মাননায় তিনি শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে ভূষিত হয়েছেন।