ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘থামবে না ভালোবাসা’ দিয়ে বাজিমাত মৌলীর

‘থামবে না ভালোবাসা’ দিয়ে বাজিমাত মৌলীর

এই প্রজন্মের গায়িকাদের মধ্যে একটা স্বপ্ন থাকে, বাংলাদেশের নন্দিত জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে একটি গান করার। অনেকেরই সেই স্বপ্ন শুরুতেই পূরণ হয়, আবার অনেকেরই তা পূরণ হতে সময় লেগে যায়। কিন্তু কুষ্টিয়ার কুমারখালির কুণ্ডু পাড়ার মেয়ে মৌলী মজুমদারের এই স্বপ্নটা এতো তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। মৌলী মজুমদার, একদিন হাবিব ওয়াহিদকে তার একটি গান পাঠালেন। মৌলীর কণ্ঠ শুনে হাবিব ওয়াহিদ তাকে ডাকলেন এবং সেদিনই তাকে একটি গান দিলেন। যা ছিল মৌলী মজুমদারের জীবনের প্রথম মৌলিক গান। গানটির শিরোনাম ‘থামবে না ভালোবাসা’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। গানটির সুর-সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। ‘হাবিব ওয়াহিদ’ ইউটিউব চ্য্যানেলে প্রকাশিত এই গানটি এখন পর্যন্ত ১ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তার কিছুদিন পরই জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মৌলীর কণ্ঠে আরেকটি গান। শিরোনাম ‘উড়াল মন’। এটি নাটকের গান। গানটি লিখেছেন ও সুর করেছেন আপেল মাহমুদ এমিল। তানভীর তন্ময় পরিচালিত নিলয় ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘উড়াল মন’ নাটকের গান এটি। এই গানটির জন্য মৌলী বেশ সাড়া পেয়েছেন। মৌলী জানান, আগামী ঈদে আরো দু’টি নাটকের গান আসছে। তার সঙ্গে রেহান রসূল ও বেলাল খান গান গেয়েছেন। কথা ও সুর শোভন রায়ের। মৌলী’র গানে হাতেখড়ি তার ঠাকুর দাদা নির্মল চন্দ্র মজমুদারের কাছে। মৌলী’র বাবা চঞ্চল মজুমদার, তার মা মিমি মজুমদার। মৌলী’র মাও গান করেন। ছায়ানট থেকে আট বছরের নজরুলসংগীতের কোর্সসম্পন্ন করে মৌলী এখন ‘মিউজিক কলেজ’-এ ফোক গানে অনার্স করছেন, আছেন তৃতীয় বর্ষে। গান নিয়ে নিজের স্বপ্ন প্রসঙ্গে মৌলী মজুমদার বলেন, ‘আমার প্রিয়শিল্পী বাংলাদেশের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, ওপার বাংলার শ্রদ্ধেয় লতা জি’সহ আরো বেশ কয়েকজনের গান। তাদের গান আমাকে ভীষণ আবেগাপ্লুত করে। নিজেকে আসলে গানের ভুবনে কতদূর দেখতে চাই তার সঠিক ব্যাখ্যা দিতে পারব না, তবে গানটা মন থেকে করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত