ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যস্ত সময় পার করছেন কণা

ব্যস্ত সময় পার করছেন কণা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কণা সর্বশেষ গেল গত ১০ মার্চ রাজধানীর পূর্বাচল এলাকায় একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেন। রোজার মাস শুরু হওয়ায় দেশের সকল স্থানে স্টেজ শো বন্ধ রয়েছে। ঈদের পর শিল্পীদের আবারো স্টেজ শো’তে ব্যস্ততা শুরু হবে। তবে স্টেজ শো না থাকলেও কণা’র রয়েছে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততা। কারণ শুধু স্টেজ শো নিয়েই তাকে বছরজুড়ে ব্যস্ত থাকতে হয়, এমন নয়।

নতুন নতুন মৌলিক গান গাওয়া, জিঙ্গেলে (বিজ্ঞাপনের ব্যবহৃত গান) কণ্ঠ দেয়া, ভয়েজ ওভার (বিজ্ঞাপনে ব্যবহৃত সংলাপ) দেয়া ও বিজ্ঞাপনে ডাবিং (শিল্পীদের কন্ঠ দেয়া) করা নিয়েও তাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। গত সোমবার ছিলো ঠিক এমনই একটি ব্যস্ততম দিনে যে দিনটিতে তাকে দুটি বিজ্ঞাপনে ভয়েজ ওভার, দু’টো বিজ্ঞাপনের ডাবিং এবং একটি বিজ্ঞাপনে জিঙ্গেল ও ভয়েজ ওভার দিতে হয়েছে। আরএফএল ফ্রেসকো কনটেইনারের দুটি বিজ্ঞাপনের ভয়েজ ওভার, প্রাণ ফ্রুটো ও প্রাণ আপ’র দু’টি ভিন্ন বিজ্ঞাপনে পূজা চেরী ও নূসরাত ফারিয়ার ভয়েজ-এর জন্য ডাবিং করেছেন এবং ‘গ্লো অ্যান্ড লাভলী’র বিজ্ঞাপনের বাংলাদেশের ভার্সনের জন্য বাংলায় জিঙ্গেল করেছেন এবং ভয়েজ ওভার দিয়েছেন। একই দিনে এতগুলো কাজ করেও ক্লান্ত হননি। এই কাজগুলো যথাযথভাবে শেষ করে রাতে আবার রাজধানীর ধানমণ্ডিতে ছুটে যান। সেখানে এক ছোট বোনের বাসায় গিয়ে তাকে সময় দিয়েছেন। শুধু কাজ কাজ আর কাজ নিয়েই কণা ব্যস্ত থাকেন, এমনটি নয়। সামাজিকতাও রক্ষা করে চলার চেষ্টা করেন তিনি। গানের ভুবনের একমাত্র কণাই এই মুহূর্তে জিঙ্গেল, ভয়েজ ওভার এবং ডাবিং-এও ভীষণ ব্যস্ত সময পার করছেন। একসময় বাংলাদেশে জিঙ্গেলের কুইন বলা হতো নন্দিত সঙ্গীতশিল্পী সুমনা হককে। এখন সুমনা হকের সেই স্থানটাতেই অবস্থান করছেন কণা। কণা বলেন, ‘আমার মূল পরিচয় আমি একজন সঙ্গীতশিল্পী। এর পাশাপাশি যেহেতু জিঙ্গেল করতে, ভয়েজ ওভার দিতে, ডাবিং করতে আমার বেশ ভালোই লাগে। ভালোলাগে বলেই গেলো সোমবার অনেকগুলো কাজের ভীষণ চাপ থাকার পরেও কাজগুলো করতে আমার ভীষণ ভালোলেগেছিলো। তবে মাইক্রোফোনের সামনে যখন গানের জন্য ভয়েজ দিতে দাঁড়াই সেই ভালোলাগাটা অন্যরকম। এর সাথে অন্যকিছুর কোনোই তুলনা হয়না।’ কণা জানান, এরই মধ্যে তিনি নতুন আরেকটি সিনেমা’তে প্লে-ব্যাক করেছেন। পাশাপাশি ঈদের পরপরই স্টেজ শো নিয়েও আলাপ চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত