ঈদের ছবি মেঘকন্যায় উপমায়

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ঈদে মুক্তি পাবে মেঘকন্যা সিনেমাটি। এতে অভিনয় করেছেন উপমা আহমেদ। মেঘনাকন্যা সম্পর্কে উপমা জানান, ছবিটির বিষয়বস্তু হচ্ছে নারী পাচার নিয়ে। খুশি চরিত্রে তিনি অভিনয় করেছেন। তিনি আরও বলেন, বাউলের দুই মেয়ে একজন হাসি, আরেকজন খুশি।। হাসি, খুশি ওরা দুই বোন। বড় বোনটি খুব সাংস্কৃতি মনা ছিল সে নাচতে ভালোবাসতো, গাইতে ভালবাসত। গ্রামের চেয়ারম্যান এসব নাচ গান পছন্দ করত না তাই হাসিখুশি বাবার সংসার চালাতে খুব কষ্ট হতো।। তাই একজনের প্ররোচনায় পরে চাকরির লোভ দেখিয়ে হাসিকে পাচার করা হয় ইন্ডিয়াতে। খুশি খুব প্রতিবাদী একটা মেয়ে। কিছু বললে খুশি প্রতিবাদ করে। উপমা জানায়, এই মুভিটি সবার দেখা উচিত এখনো। আমাদের দেশে নারী পচার দিনের পর দিন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ও কিছুসংখ্যক মানুষ হত দরিদ্র দেখে বিভিন্ন গ্রামে ঢুকে চাকরির লোভ দেখিয়ে এই কাজগুলো করে যাচ্ছে তাই এই মুভিতে যাতে প্রতিটা গ্রামে গ্রামে দেখানো হয় তাহলে গ্রামের মানুষগুলো আরো সচেতন হবে।। উপমা আরো বলেন, এবার ঈদে বড় পর্দায় নিজেকে দেখতে পাব এর আনন্দ বুঝানো যাবে না।। আমি আমার চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বাকিটা দর্শক দেখে জানাবে। আমি চাই এরকম ভালো ভালো গল্পে কাজ করতে। তিনি বলেন, নায়িকা বলতে আপনারা কি বুঝেন আমি জানিনা আমি মনে করি একটি গল্পের সঙ্গে মিশে যাওয়া যে গল্পটিতে আমি আমাকে ফুটিয়ে তুলতে পারবো সবাই যেন দেখে মনে হয় এই গল্পের জন্যই আমি এমন গল্পগুলোতে আমি কাজ করতে চাই।। গল্প এবং ডিরেক্টর এই দুটো জিনিস দেখেই আমি প্রথমত কাজ করব।