ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুগ্ধতা ছড়ালেন ওস্তাদ ইয়াকুব আলী খান

মুগ্ধতা ছড়ালেন ওস্তাদ ইয়াকুব আলী খান

‘নজরুল পদক’প্রাপ্ত বাংলাদেশের বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান বাংলাদেশ টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠান ‘সুর সাগর’- এ গান গেয়ে আবারো শ্রোতা দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়ালেন। গত বৃহস্পতিবার রাতে বিটিভিতে প্রচারিত ‘সুর সাগর’ অনুষ্ঠানে সময়ের নন্দিত উপস্থাপিকা রুহানী লাবণ্য’র মনোমুগ্ধকর উপস্থাপনায় ওস্তাদ ইয়াকুব আলী খান সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতেই ওস্তাদ ইয়াকুব আলী খান দেশের গান ‘ও আমার বাংলাদেশের মাটি’ পরিবেশন করেন। এরপর তিনি ইসলামিক গান ‘আমার প্রিয় হজরত’, ‘আমি যদি আরব হতাম’ গান পরিবেশন করেন। এরপর ‘বৃষ্টি’ নিয়ে গাইলেন কবি কাজী নজরুলের গজল ‘রুমাঝুমা রুমাঝুম’। এরপর একে একে ২টি ঠুমরী ‘এ কোন মায়ায়’, ‘পিয়া সপনে এসো নিরজনে’ পরিবেশন করলেন। শেষে আরেকটি গজল ‘সাধ জাগে মনে’ও গাইলেন তিনি। অনুষ্ঠানের মাঝে ওস্তাদ ইয়াকুব আলী খান জীবনের স্মৃতি রোমন্থন করে গাইলেন মাইকে গাওয়া কলেজ জীবনে প্রথম গান ‘মোর শূন্য হৃদয় দেবে ভরে’। প্রতিটি গানেই ওস্তাদ ইয়াকুব আলী খান মুগ্ধতা ছড়িয়েছেন। শ্রোতা দর্শক প্রবল আগ্রহ নিয়ে তার গান উপভোগ করেছেন। অনুষ্ঠানে গান পরিবেশনের ফাঁকে ফাঁকে রুহানী লাবণ্যর নান্দনিক উপস্থাপনাও শ্রোতা দর্শককে মুগ্ধ করেছে। মূলকথা একজন শিল্পীকে যথাযথভাবে উপস্থাপনের ক্ষেত্রে একজন উপস্থাপকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে রুহানী লাবণ্য যেন তাই প্রমাণ করেছেন। ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, ‘বিটিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এতো চমৎকার একটি গানের অনুষ্ঠান নিয়মিত করার জন্য। আমরা শিল্পীরাতো শ্রোতা দর্শককে গানটাই নিজেদের মতো করে ভালোভাবে উপস্থাপন করতে চাই। মিউজিসিয়ানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তারা খুব চমৎকার বাজিয়েছেন। ধন্যবাদ রুহানী লাবণ্যকেও তার সুন্দর উপস্থাপনার জন্য।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত