ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদে নওশাবার ‘মেঘনা কন্যা’

ঈদে নওশাবার ‘মেঘনা কন্যা’

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কাজী নওশাবা আহমেদ অভিনীত ও ফুয়াদ চৌধুরী নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’। সম্প্রতি ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ সময় নির্মাতা ফুয়াদ চৌধুরী, প্রযোজক কাজী সাইফুল ইসলাম, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, অভিনেতা ফজলুর রহমান বাবু, মোহাম্মদ বারী, প্রযোজক সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

গত ৮ই মার্চ নারী দিবসে অনলাইনে অবমুক্ত হয় নারী পাচারকে কেন্দ্র করে নির্মিত ছবিটির টিজার। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঘুরেফিরে উঠে এসেছে দুজন আলাদা শ্রেণি ও জায়গার নারীর গল্পের আবহ। টিজারে দুই নারীর সংগ্রামের কয়েক ঝলক দেখানো হয়েছে। নিষিদ্ধপল্লীর অন্ধকার জগতের মানুষদের পাশাপাশি ‘মেঘনা কন্যা’র টিজারে আছে শহুরে নারীর অসহায়ত্বের গল্পের ইঙ্গিতও। ছবিটি মুক্তি প্রসঙ্গে নওশাবা বলেন, ছবিটি অন্যরকম একটি গল্পে তৈরি। খুব ভালো লেগেছে এমন গল্পে কাজ করতে পেরে। ঈদে অনেক ছবিই আসছে। আশা করছি সব ছবিই মানুষ দেখবে। তার মধ্যে ‘মেঘনা কন্যা’ দেখে দর্শকদের কেমন লাগলো, সেটা জানার অপেক্ষায়ও থাকব। সত্যি বলতে ঈদের উৎসবমুখর আবহে ‘মেঘনা কন্যা’ দর্শকপ্রিয়তা পাওয়ার মতো সব উপাদান নিয়েই আসছে বড় পর্দায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত