ঈদের বারো নাটকের শুটিং শেষ করলেন হেদায়েত তুর্কী

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

সময়ের ব্যস্ত অভিনেতা হেদায়েত তুর্কী নিয়মিত প্রচারিত ধারাবাহিক নাটকের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষ্যে বারোটি নাটকের শুটিং ইতোমধ্যে শেষ করেছেন। নাটকগুলো হলো আজিম খানের পরিচালনায় সাত পর্বের নাটক বিয়ে আর হলো না, একঘণ্টার নাটকগুলো আজিম খানের নিঃস্ব বড় ভাই, আপন ইভানের চিটারি বিয়ে, সঞ্জীব দাসের ডামি শ্বশুর, সাইফুল ইসলামের অভাবের সংসার, সুমন সানির জামাই আদর, এসএম আইয়ুব আলী খানের শালার জ্বালা, সরি মা, জেসমিন রফিকের কর্পোরেট চোর, হালিম মজুমদার শিমুলের লাভ এন্ট্রি, জাফর আল মামুনের ফাইসা গেছি। কমেডি এবং সিরিয়াস দুই ধরনের নাটকগুলোতে তার সহশিল্পী ছিলেন আজিজুল হাকিম, পীরজাদা হারুন আর রশিদ, মাসুম বাশার, দুলারী খান, সঞ্জয় রাজ, প্রিয়াঙ্কা জামান, তামান্না আজমিরী, পারসিয়া জান্নাত, ইমতু রাতিশ সাহিল মাহমুদ, রিপন গাজী, আসফিয়া ববিতা, রিংকু শেখ, দ্বীপান্বিতা রায়, শরীফুল, মিজান চৌধুরী, নাসির উদ্দীন সনি, মিশকাত, রফিক মিন্টু, সেঁজুতি খন্দকার, বিটলু শামীম, রাবেয়া বর্ষা, মীম, হুমায়ুন কাবেরি, উত্তম অধিকারী, নূপুর, সানজিদা রিন্টুসহ অনেকে। হাসান জাহাঙ্গীরের ধারাবাহিক ফ্যামেলি ডিসটেন্স, আদিত্য জনির ধারাবাহিক হালের হাওয়া, মঈন খান রুপির ধারাবাহিক প্রবাস পল্লি দিয়ে নজর কাড়া হেদায়েত তুর্কীর শুটিংকৃত দুটি ধারাবাহিক সোহেল রানার ব্যাচেলার পার্ক এবং আয়মান রাকিবের মেন্টাল কলোনি ঈদের পর প্রচার শুরু হবে। অভিনেতা হেদায়েত তুর্কী ইতোমধ্যে তিন শতাধিক নাটক, এগারটি সিনেমা, পাঁচটি ওয়েব সিরিজে অভিনয় এবং চৌদ্দটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসাবে দায়িত পালনের পাশাপাশি নিয়মিত নাটক রচনা ও পরিচালনা করে আসছেন।