ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নাটকের সূচনা সঙ্গীতে ইয়াসমিন লাবণ্য

নাটকের সূচনা সঙ্গীতে ইয়াসমিন লাবণ্য

পরিচালক জিয়াউদ্দিন আলম এরইমধ্যে আগামী ঈদে প্রচারের জন্য নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘জীবন সংসার’। এতে অভিনয় করেছেন তাসনূভা তিশা ও শামীম হাসান সরকার। এই নাটকেরই সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা ইয়াসমিন লাবণ্য। গানের শিরোনাম ‘একা আমি একা তুমি’। গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। এই গানে লাবণ্যর সহশিল্পীও তিনি। এদিকে মাছরাঙ্গা টিভিতে বিগত বেশ কয়েকবছর যাবত লাবণ্য নিয়মিত উপস্থাপনা করে আসছেন। এই চ্যানেলের ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানের নিয়মিত দর্শক যারা তারা বেশ ভালোভাবেই অবগত লাবণ্য সম্পর্কে। তবে এবারই প্রথম ঈদের বিশেষ ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানে একজন সঙ্গীতশিল্পী হিসেবে অতিথি হয়ে সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে লাবণ্যকে। বিষয়টি নিশ্চিত করেছেন লাবণ্য নিজেই। তিনি জানান, এরইমধ্যে রাঙ্গা সকাল-অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে লাবণ্য যেসব গান গাইবেন সেগুলো হচ্ছে- ‘এই হৃদয়ে এত যে কথার কাঁপন’, ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’, ‘জোৎস্না পড়ে গলে গলে’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘কথা ছিলো দেখা হবে’, ‘তুমি কি বলো আসবে’, ‘তুমি মিষ্টি করে দুষ্টু বলো’ ও ‘প্রেমেরই ছোট্ট একটি ঘর’। এবারের ঈদ লাবণ্যর জন্য বিগত বছরের ঈদগুলোর চেয়ে একটু নয় অনেকটুকুই বেশি ভালোলাগার হয়ে উঠবে। ইয়াসমিন লাবণ্য বলেন, ‘জীবন সংসার-নাটকে একা আমি একা তুমি গানটি খুব সুন্দর হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত