ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

টলিউড-বলিউড হয়ে ভারতের প্রায় বেশিরভাগ সিনেমা ইন্ডাস্ট্রিতেই নিয়মিত গান করে চলেছেন অন্বেষা। হিট গানের সংখ্যাও কম নয়। আবার ঢালিউডে নিয়মিত না হলেও ঢাকার স্বাধীন প্ল্যাটফর্মে প্রায়শই এই সুকণ্ঠীর কণ্ঠ মেলে দারুণ সব গানচিত্রে। যেমন বেলাল খানের সঙ্গে ‘বেঁচে থাকার জন্যে’ কিংবা ইমরান মাহমুদুলের সঙ্গে ‘লাগে বুকে লাগে’ নামের গানগুলো প্রশংসা নিয়ে ছুঁয়েছে দুই বাংলার শ্রোতাহৃদয়। দুটো গানই লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল। মাঝে খানিক বিরতি নিয়ে বাংলাদেশের ঈদ উৎসব ও বাংলা নববর্ষের উপহার হিসেবে জুলফিকার রাসেলের কথায় অন্বেষা ফিরেছেন নতুন গানে। এবারের গান ‘একইভাবে দিন আসে’। গানটির সুর-সংগীতায়োজন করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি। যা প্রকাশ হয়েছে গতকাল জুটি মিউজিকের ব্যানারে, ইউটিউব-ফেসবুকসহ আন্তর্জাতিক অডিও-ভিডিও স্ট্রিমিং সাইটগুলোতে। গানচিত্রটি প্রকাশের পর সাড়াও মিলছে বেশ। শুধু গানের জন্যই নয়, এই প্রশংসা গল্পনির্ভর ভিডিও’র জন্যও পাওয়া যাচ্ছে।