ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দর্শকের ভালোবাসায় অপেক্ষায় ‘রাজকুমার’

দর্শকের ভালোবাসায় অপেক্ষায় ‘রাজকুমার’

আগামী ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। প্রত্যেক ছবির টিম প্রচারণায় তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দর্শকের কাছে তাদের সিনেমার ব্যাপারে খবর পৌঁছে দিতে। আর বহুদিন আগে থেকেই দর্শক জানেন যে, এবারের ঈদুল ফিতরে আসতে যাচ্ছে শাকিব খান অভিনীত আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি। সিনেমাটি নির্মাণের আগে থেকেই শুরু হয় এর সম্পর্কে নানা ধরনের প্রচারণা।

সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা আসে গেল বছরের ১০ ডিসেম্বর। এরপর ঠিকঠাকভাবে দেশে দেশের বাইরে শুটিং হয়ে ‘রাজকুমা’র এখন মুক্তির দ্বারপ্রান্তে। কারণ গেলো ৪ এপ্রিল সিনেমাটি মুক্তির জন্য সেন্সরছাড়পত্রও পেয়েছে। এরইমধ্যে ‘রাজকুমারে’র দুটি গান প্রকাশিত হয়েছে। দুটি গান দিয়েই আলোড়ন সৃষ্টি করেছে। একটি ‘রাজকুমারে’র টাইটেল সং যাতে কণ্ঠ দিয়েছেন বালাম কোনাল, আরেকটি হচ্ছে ‘বরবাদ’, যাতে কণ্ঠ দিয়েছেন নবাগত আলিফ। দুটি গানই শাকিব ভক্তদের মধ্যে হৈচৈ ফেলে দিয়েছে। দুটি গানই অভূতপূর্ব সাড়া ফেলেছে। সিনেমার নতুন আরো একটি গান প্রকাশ পাবার কথা রয়েছে। যে গানের শিরোনাম ‘আমি একাই রাজকুমার’। গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, সঙ্গীত করেছেন ইমন চৌধুরী। গানটি গতকালই ‘ভার্সেটাইল মিডিয়া’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবার কথা রয়েছে। এই গানও যে শ্রোতা দর্শকের মধ্যে সাড়া ফেলবে সেটাও নিশ্চিত। কারণ দেশের নাম্বার ওয়ান সুপারস্টার এখন পর্যন্ত ‘রাজুকমারে’র জন্য যা যা উপহার দিয়েছেন দর্শক তা লুফে নিয়েছেন। আশা করা যাচ্ছে নতুন গানও দর্শককে মাতাবে। ‘রাজকুমার’ সিনেমায় শাকিব ছাড়া আরো যারা অভিনয় করেছেন বিশেষত তারিক আনাম খান ও ডা. এজাজুল ইসলাম, দুজনেরও প্রবল প্রত্যাশা এই সিনেমাকে ঘিরে। পৃথিবীব্যাপী শাকিবিয়ান, সারা দেশ ব্যাপী শাকিবিয়ান এবং সাধারণ দর্শকেরাও অপেক্ষায আছেন ‘রাজকুমার’ মুক্তির। শুধু ঈদ আসতে বাকি, ঈদ আসলেই হলে হলে দর্শকের উপচেপড়া ভিড়ে ‘রাজকুমার’ ভালোবাসায় ভাসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী রফিক। তিনি শাকিবের ভীষণ ভক্ত। রফিক বলেন, ‘ সর্বশেষ প্রিয়তাম দেখেছি। কতো যে ভালোলেগেছিল তা ভাষায় প্রকাশের নয়। এরপর তো তার আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তাই অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজকুমার মুক্তির।’ ওয়ান ব্যাংকের কর্মকর্তা সোহেল বলেন, ‘ শাকিব খান অভিনীত প্রিয়তমাই আমার দেখা একমাত্র সিনেমা। এই সিনেমা দেখে অনুভব করেছি কেন সবাই শাকিব খানের ভক্ত। আর এখন আমি পুরো পরিবার নিয়ে প্রস্তুত রাজকুমার দেখার জন্য।’ সিনেমাটি দেশে এবং দেশের বাইরে মুক্তি পাবে। মূল কথা সারা বিশ্বের বাংলা ভাষী দর্শক অপেক্ষায় ‘রাজকুমার’ মুক্তির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত