ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঈদে ‘পরিচয়’-এ তারা পাঁচজন

ঈদে ‘পরিচয়’-এ তারা পাঁচজন

আগামী ঈদের চতুর্থ দিন এটিএন বাংলায় প্রচারের জন্য বি ইউ শুভ নির্মাণ করেছেন বিশেষ নাটক পরিচয়। পারভেজ ইমাম রচিত এ নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও ডলি জহুর। এতে আরো অভিনয় করেছেন শাহরিয়ার নেওয়াজ জনি, স্বর্ণলতা দেবনাথ ও সারিকা। এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কিছু ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন স্বর্ণলতা দেবনাথ। তার ভাষ্যমতে তিনি অভিনয় জীবনে প্রথম একজন পতিতা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। শুধুমাত্র গল্পটা ভালোলাগার কারণেই তিনি নাটকটিতে অভিনয় করেছেন। পরিচালক বি ইউ শুভ জানান, নাটকে তারিক আনাম খান অভিনয় করেছেন রায়হান চরিত্রে এবং ডলি জহুর অভিনয় করেছেন সুমনা চরিত্রে। রায়হানের তারুণ্যের সময়কালের চরিত্রে অভিনয় করেছেন জনি এবং সুমনার তারুণ্যের সময়কালে চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। এতে অভিনয় করা প্রসঙ্গে জীবন্ত কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘গল্পটা ভালো ছিল। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তারা নিজ নিজ চরিত্রে ভালো করার চেষ্টা করেছে। বাকিটা আসলে প্রচারের পর দর্শকের ওপর নির্ভর করছে।’ স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘খুউব বেশি দিন নয় অভিনয়ের দুনিয়ায় আমার পথচলা। কিন্তু তারপরও আমি বহু ধরনের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু পতিতা চরিত্রে কখনো অভিনয় করার সুযোগ হয়ে উঠেনি। চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিলো। এছাড়া তারিক আনাম স্যারের সঙ্গে কাজ করার সুযোগটা আবারো ছাড়তে চাইনি। সবমিলিয়ে পরিচয়-নাটকটিতে অভিনয় করা। আমি আমার চরিত্রটিতে অভিনয়ের জন্য অনেক শ্রম দিয়েছি। জানিনা কতোটুকু ফুটিয়ে তুলতে পারবো, তবে দর্শকের ভালোলাগতে পারে।’ জনি বলেন, ‘তারিক আনাম খান স্যারের চরিত্র অভিনয় করে স্যারের তরুন বয়সের চরিত্র ফুটিয়ে তোলা আমার জন্য ছিলো নতুন এক অভিজ্ঞতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত