ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত একাধিক নাটক। তবে তাকে সেসবের প্রচারণায় খুব একটা দেখা যায়নি। এ অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় নিজের একাউন্টে তারই অভিনীত ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের একটি কন্টেন্ট নিয়েই প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে। তার অভিনীত নাটকের নাম ‘টাউট নাম্বার এক এর আইডি কার্ড’। এটি রচনা ও পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকের গল্পে দেখা যাবে, মাসুদ গ্রামের ছেলে হলেও বেশ বিচক্ষক্ষণ ও স্মার্ট। লেখাপড়া খুব বেশি না করলেও কথাবার্তায় বেজায় দক্ষ। একবার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিদেশি সংস্থা রিলিফ দিতে আসে। একজন বিদেশি ভদ্রলোকের ফুটফরমায়েশ খাটার জন্য মাসুদ নিয়োগ পায়। তখন সেই বিদেশির সঙ্গে থাকতে থাকতে বেশ কিছু ইংরেজিও শিখে ফেলেছে সে। ফলে তার সঙ্গে কথা বললেও যে কেউ মনে করবে মাসুদ উচ্চশিক্ষিত। মাসুদ তার এই সহজাত মেধাকে কাজে লাগিয়ে প্রতারণা শুরু করে। নাটকে চঞ্চলের সঙ্গে অভিনয় করেছেন সারিকা সাবাহ।