আগামীকাল শুক্রবার ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরইমধ্যে চলচ্চিত্র পাড়া বেশ জমে উঠেছে। সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে চিত্রনায়িকা শাহনূর ‘ইলিয়াস কাঞ্চন-নিপুণ’ পরিষদে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তবে এবার আর নিপুণের প্যানেলের সাথে নেই শাহনূর। তিনি এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন মিশা-ডিপজল পরিষদের ব্যানারে। এবারের নির্বাচনে শাহনূর কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন। যথারীতি তিনি এবারের নির্বাচন নিয়েও ভীষণ প্রত্যাশী। জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী শাহনূর। শাহনূর বলেন, ‘মিশা ভাই, ডিপজল ভাই আমাকে যথেষ্ট স্নেহ করেন। একজন শিল্পী হিসেবে আমাকে যথাযথ সম্মানও দেন। তারা চেয়েছেন বিধায় আমি তাদের পরিষদ থেকে এবার নির্বাচন করছি। এর আগেরবার আমি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলাম। এবার কার্যকরী সদস্য পদে নির্বাচন করছি। আমি জয়লাভের ব্যাপারে ভীষণ আশাবাদী। কারণ আগেরবারের নির্বাচনে আমাদের সমিতির সম্মানীত ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার বিশ্বাস এবারের নির্বাচনেও তারা ভোট দিয়ে আমার আগামীদিনের চলার পথে সাহস দিবেন, অনুপ্রেরণা দিবেন। আমিও এবার বিজয়ী হলে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।’ এদিকে গেল ঈদে মুক্তি পেয়েছে শাহনূর অভিনীত ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমাটি। এতে শাহনূর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। শাহনূর জানান এরইমধ্যে তিনি বেশ কয়েকবার দর্শকের সঙ্গে হলে বসে সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছেন তিনি। দর্শকের আগ্রহ রয়েছে তার ব্যাপারে আরো ভালো ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। তবে শাহনূর জানান, নির্বাচনের পরে কয়েকটি ভালো গল্পের সিনেমাতে কাজ করার ব্যাপারে কথা চলছে কয়েকজন পরিচালকের সঙ্গে। আপাতত নির্বাচনের ব্যস্ততার কারণে অন্য কোনো কাজে মনোযোগ দেয়া যাচ্ছে না। এদিকে শাহনূর তার নিজের নামে গড়া ফাউন্ডেশন ‘শাহনূর ফাউন্ডেশন’ থেকে নিয়মিত সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। তার মুক্তিযোদ্ধা বাবাকে নিয়েও রয়েছে অনেক স্বপ্ন। আওয়ামী রাজনীতিতে সক্রিয় শাহনূর আগামীতে রাজনীতি এবং অভিনয় সমানতালে করে যেতে চান।