ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

১০০ প্রেক্ষাগৃহে আসছে ‘ডেডবডি’

১০০ প্রেক্ষাগৃহে আসছে ‘ডেডবডি’

গেল বছরের অক্টোবরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক, পরিচালক এমডি ইকবাল। মহরতের মাধ্যমে তার নতুন সিনেমা ‘ডেডবডি’ নির্মাণের ঘোষণা দেন। ঈদে মুক্তির কথা ছিল, সেভাবে শুরু করেছিলেন প্রচারণাও। ঈদের ঠিক দুই দিন আগে পিছিয়ে আসেন। সিদ্ধান্ত নেন, রোজার ও কোরবানির ঈদের মাঝখানে মুক্তি দেবেন। এবার জানা গেল ‘ডেডবডি’ মুক্তির তারিখ আগামী ৩ মে। দেশের ১০০ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে, জানিয়েছেন নির্মাতা ইকবাল। তিনি বলেন, ‘ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ঈদে ছবিটি মুক্তি দিলে খারাপ হতো ফলাফল। এমনিতে ১১টি ছবি মুক্তি পেয়েছে, খোঁজ নিয়ে দেখেন কোনো ছবিই দর্শক পাচ্ছে না। আমাদের নির্দিষ্ট পরিমাণ দর্শক আছে, যারা বিভিন্ন উৎসবে হলে যায়। সেই দর্শক যখন ১১টি ছবিতে ভাগ হয়ে যায় তখন আর থাকে কী!

একেকটি ছবির ভাগে কয়জন আর দর্শক থাকে? অনেক নির্মাতাকেই বলেছিলাম এভাবে ছবি মুক্তি না দিতে। তারা শোনেননি, এখন সেটার ফল ভোগ করছেন।’ নির্মাতা আরও বলেন, ‘আমি ৩ মে ছবিটি মুক্তি দিলে কোরবানির ঈদও পাব। আশা করছি, দর্শক আমার ছবিটি দেখবে।’ ডেডবডি সিনেমায় দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন। তার সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও মিষ্টি জাহান নামের নবাগতা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত