ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রীতমের ‘রাত কাটে নির্ঘুম’

প্রীতমের ‘রাত কাটে নির্ঘুম’

পৃথিবীর এক অবিনশ্বর অনুভূতির নাম প্রেম। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার এক চিহ্ন। প্রিতম হাসানের লেখা ‘রাত কাটে নির্ঘুম’ গানটিতে সাম্মামের কণ্ঠে এই চিরন্তন সত্য প্রকাশিত হয়েছে। সাম্মাম জুনাইদের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছে বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী প্রীতম হাসান। সদ্য মুক্তি পাওয়া গানটি শোনা যাচ্ছে জনপ্রিয় সংগীত প্লাটফর্ম স্পটিফাই, আমাজন মিউজিক ও এ্যাপল মিউজিকসহ তরুণ শিল্পী সাম্মাম জুনাইদের ইউটিউব চ্যানেলে। জগৎ বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ বলেছিলেন আমার প্রায়ই মনে হয় দিনের চেয়ে রাত অনেক বেশি বর্ণিল ও জীবন্ত। ভ্যান গগের এই উক্তিকে উপজীব্য করে সাম্মাম ভ্যান গগের শিল্প কর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছেন মিউজিক ভিডিও। ভিডিওতে ফুটে উঠেছে ভ্যান গগের উক্তি বহিঃপ্রকাশ যেখানে কাঁচের দেয়াল ঘেরা বদ্ধ ঘরের বাইরে সহস্র প্রস্ফুটিত সূর্যমুখী, যা সুন্দর আগামীর ইঙ্গিত দেয়। সংগীত শিল্পী সাম্মাম জুনাইদ এ বছরে সেরা তরুণ সংগীতশিল্পী হিসেবে পেয়েছেন বাইফা পুরস্কার ২০২৪। সাম্মামের গানের জগতে পথচলা শুরু হয় প্রমিত রহমানের হাত ধরে পিছুটান গান দিয়ে। তারপর সুরকার সাজিদ সরকার, পিন্টু ঘোষের সাথে গান করেছেন। মিনারের সুরে এর মধ্যেই একটি গান শেষ হলো যা মুক্তির অপেক্ষায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত