২০২৩ সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ছিল ‘ভার্সেটাইল মিডিয়া’র কর্ণধার আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। এই সিনেমার গল্প, গান, শিল্পীদের অভিনয় দর্শকের মন কেড়ে নেয়। শুধু দেশেই নয় দেশের বাইরেও এই সিনেমা ব্যাপক সাড়া ফেলে। তাতে ব্যবসায়িক বিবেচনায় ২০২৩ সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা’য় পরিণত হয় ‘প্রিয়তমা’। গত বছর কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার পর শাকিব খান অভিনীত আর কোনো সিনেমা মুক্তি পায়নি। যে কারণে শাকিব ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার অভিনীত নতুন সিনেমার জন্য। সেই অপেক্ষার অবসান ঘটালেন আরশাদ আদনানই তার প্রযোজিত সিনেমা ‘রাজকুমার’ মুক্তির মধ্যদিয়ে, যাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন কোর্টনি কফি।
ঈদে দেশের ১২৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি পায় আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি। মুক্তির আগেই অনেক হলে এই সিনেমার টিকিট অগ্রীম বিক্রি শুরু হয়ে শেষ হয়ে যায়। প্রথম দিন থেকেই দেশের সিনেমা হলগুলোতে ছিলো দর্শকের উপচে পড়া ভিড়। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ‘রাজকুমার’ উপভোগ করেছেন সারা দেশের দর্শক। গেল ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা দেখার জন্য এখনো দর্শকের মধ্যে প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ঈদে ২০০’র মতো সিনেমা হলে মুক্তি পেয়েছে ১১টি সিনেমা। এর মধ্যে শতাধিক সিঙ্গেল স্ক্রিন উচ্চমূল্যে নিয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। ‘রাজকুমার’ সিনেমাটি দেখতে শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, সিনেপ্লেক্সেও ভিড় করেছেন সবচেয়ে বেশি দর্শক। ১১টি মধ্যে ঈদের দিন থেকে আটটি ছবির প্রদর্শন করে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। এর মধ্যে সবেচেয়ে বেশি দর্শক দেখেছেন ‘রাজকুমার’। শুধু তাই নয়, মুক্তির দিন থেকে গত সোমবার পর্যন্ত আটটি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও অর্জন করে আরশাদ আদনানের ‘রাজকুমার’।