ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তুফানে শাকিবের প্রতিদ্বন্দ্বী চঞ্চল

তুফানে শাকিবের প্রতিদ্বন্দ্বী চঞ্চল

রোজার ঈদে ১১টি সিনেমা মুক্তি পেলেও কোনোটিই সেভাবে সুবিধা করে উঠতে পারেনি। এরই মধ্যে, কোরবানির ঈদের সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কোরবানির ঈদে মুক্তির জন্য ইতিমধ্যে লাইনে দাঁড়িয়েছে ১০টি সিনেমা। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ‘তুফান’-এর নাম। রায়হান রাফীর এ সিনেমায় নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। এতে তার নায়িকা ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। তুফানের আরেকটি চরিত্র নিয়ে কিছুদিন ধরে আলোচনা চলছিল, কে হবেন ভিলেন? কে টক্কর দেবেন গ্যাংস্টার শাকিবকে? আফরান নিশো থেকে যীশু সেনগুপ্ত- অনেকের নামই শোনা গেছে। তবে গতকাল তুফানের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানাল চূড়ান্ত খবর, এ চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এরই মধ্যে তুফান টিমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন চঞ্চল। চঞ্চল চৌধুরী বলেন, ‘তুফান সিনেমায় আমাকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে। রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্য রকম। তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে বলে অবশ্যই ভালো কিছু হবে।’ তুফান প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান মিলে গত বছরের ডিসেম্বরে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। রেদওয়ান রনির ‘দম’ নামের ওই সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত