‘প্রিয়তমা’য় আলোচিত ইধিকা ‘রাজকুমারে’ কোর্টনি কফি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ২০২৩ ও ২৪-এর আলোচিত ব্যবসা সফল দুই সিনেমা। দুটি সিনেমাই প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। ‘প্রিয়তমা’ দিয়ে যেমন সিনেমাতে অভিষেক হয়েছে কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালের ঠিক তেমনি ‘রাজকুমার’ সিনেমা দিয়েও সিনেমাতে অভিষেক হয়েছে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফির। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ দুটি সিনেমাই পরিচালনা করেছেন হিমেল আশরাফ। দুটি সিনেমাতেই দুই নায়িকার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খান। গেল বছর কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। এই সিনেমার গান, গল্প এবং সিনেমাতে শাকিব খান ও ইধিকা পালের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। দেশে-বিদেশে সিনেমাটি নিয়ে হৈচৈ পড়ে যায়। সাম্প্রতিককালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমাতে পরিণত হয় ‘প্রিয়তমা’। সিনেমাটি দিয়ে শাকিব খানের যেমন কামব্যাক ছিলো। ঠিক তেমনি বাংলা ভাষাভাষী দর্শকের কাছে ‘প্রিয়তমা’ ইধিকা পালও যেন প্রিয় একজন অভিনেত্রীতে পরিণত হন। সিনেমা মুক্তির কিছুদিন পর ইধিকা পাল ঢাকায় এসেছিলেন তার মা’কে সঙ্গে নিয়ে। রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ইধিকা ‘প্রিয়তমা’ উপভোগ করেন। বাংলাদেশের দর্শকের কাছে ইধিকা বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে। ইধিকা পাল বলেন, ‘আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করি এখনো ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্যারের ছেলে আরশাদ আদনান ভাইয়ের প্রতি। কারণ তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত প্রিয়তমা’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়েই সিনেমাতে আমার অভিষেক হলো এবং আমার প্রথম সিনেমা এতোটাই ব্যবসা সফল হলো যে, বাংলা ভাষাভাষী সব দর্শক আমাকে এক নামে চেনেন।